মৃত্যুর মিছিল বাড়ছেই! শোকস্তদ্ধ গোটা জাতি। বুধবার দুপুরে জানা গেল পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৭। বাংলাদেশের রাঙামাটিতে সেনা কর্মকর্তা-সদস্যসহ শতাধিক মানুষের মৃত্যুর শোক ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা শোক জানালেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন।
মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘পাহাড় কাটা আর অপরিকল্পিত বসতবাড়ির কারণে প্রায় প্রতিবছরই এই সময়টাতে পাহাড় ধসের কারণে হতাহতের খবর শুনতে হয়।
ভূমিধসে নিহত সবার আত্মার শান্তি কামনা করছি। উদ্ধারকাজ করতে গিয়ে প্রাণ হারানো সেনাবাহিনীর বীর সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের জন্য জীবন দিতে সবাই পারে না, কিন্তু আপনারা পেরেছেন।’
আবার সাকিব তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘পাহাড় ধসের ঘটনায় আমি শোকাহত। মহান আল্লাহর কাছে বিদায়ী আত্মার মাগফিরাত এবং তাঁদের পরিবার-পরিজনকে মানসিক শক্তি দান কামনা করছি। ধন্যবাদ সবাইকে, যাঁরা উদ্ধার অভিযানে অংশগ্রহণ করছেন।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ।
Discussion about this post