সকালের অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত আয়ারল্যান্ড ‘এ’ দলকে হারিয়ে উৎসবে মেতেছেন সাদমান-নুরুল হাসান সোহানরা। সকালে বৃষ্টি ভয় পাইয়ে দিয়েছিল, তাহলে কী দিনের খেলা পরিত্যাক্ত হবে। আর সেটা হলে ম্যাচটা ড্র হতো। কিন্তু শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের মুখেই হাসি। সিলেটে অনুষ্ঠিত একমাত্র আনঅফিসিয়াল টেস্টে শনিবার আইরিশ দলকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।
২য় ইনিংসে ১৩২ রানের লক্ষ্য ছিল টাইগারদের। আর শেষ দিনে প্রয়োজন ছিল ১০৫ রান। হাতে উইকেট ছিল ৮টি। আর সেটা তুলে নিতে তেমন একটা বেগ পেতে হয়নি তাদের।
সকালের চাপ কাটিয়ে উঠতে দলকে সাহায্য করেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি ও নুরুল হাসান সোহান। ৯৯ বলে ৭১ রানের জুটির গড়েন তারা। সোহান৩ চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। ৪৭ রান করে দলকে জেতান ইয়াসির। ম্যাচসেরা ১ম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান।
দুই দল এবার লড়বে ৫ ম্যাচের একদিনের ম্যাচের সিরিজে। মঙ্গলবার কক্সবাজারে সিরিজের প্রথম ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর-
আয়ারল্যান্ড ‘এ’ ১ম ইনিংস: ২৫৫/১০ ও ২য় ইনিংস: ২১৩/১০
বাংলাদেশ ‘এ’ ১ম ইনিংস: ৩৩৭/১০ ও ২য় ইনিংস: (লক্ষ্য ১৩২)(৩৯.২ ওভারে ১৩২/৫ (আগের দিন ২৭/২) (সাদমান ২৫, আল আমিন ২৪, ইয়াসির ৪৭*, নুরুল ৩১, মেহেদি ০*; টমসন ০/১৮, ম্যাকব্রাইন ৪/৬৩, ডকরেল ০/৪০, স্মিথ ০/৩, স্মিথ ১/৮)।
ফল: বাংলাদেশ ‘এ’ দল ৫ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাদমান ইসলাম
Discussion about this post