ফাইনালের মঞ্চ প্রস্তুত। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিনে ট্রফির লড়াই। সন্ধ্যা পৌনে ছয়টায় মুখোমুখি ঢাকা ডায়নামাইটস এবং রাজশাহী কিংস। কাগজে কলমে এগিয়ে সাকিবের ঢাকা। কিন্তু উচ্ছাসে ভাসছে ড্যারেন স্যামির রাজশাহী। তাইতো প্রশ্নের উত্তর মিলছে না। শেষ হাসি কার? ঢাকা নাকি রাজশাহীর?
আগের তিনবার ফাইনালের দেখা পায়নি রাজশাহী কিংস। তবে তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে ঢাকা ডায়নামাইটস। দুবার তারা শিরোপাও জিতেছে। তারপরও এবার দলে তারকার কোন অভাব নেই। সবাই আছেন ফর্মে। দলে এক থেকে আট নম্বর ব্যাটসম্যান পর্যন্ত হাল ধরতে পারেন। ঝড় তুলতে সবাই তৈরি। ব্যাটিংয়ে আছেন কুমার সাঙ্গাকারা, মেহেদী মারুফ, সাকিব আল হাসান, নাসির হোসেন, আন্দ্রে রাসেল, মোসাদ্দেক হোসেন আর ডোয়াইন ব্রাভোর মতো প্রতিষ্ঠিতরা। আবার বোলারেরও কমতি নেই!
তবে ড্যারেন স্যামি একাই জাগিয়ে তুলেছেন মেহদী হাসান মিরাজ-সাব্বির রহমানদের। অন্যরকম এক ছন্দে আছে দলটি।মুমিনুল হক, স্যামিত প্যাটেল, ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কিংলিনরা ঝড় তোলার অপেক্ষায়।
তাছাড়া এই বিপিএলে ঢাকার বিপক্ষে দুবার মুখোমুখি হয়ে দুবারই জিতেছিল রাজশাহী।সব মিলিয়ে আসলে ২০ ওভারের এই ক্রিকেটের ফাইনাল জমে উঠার আগাম ইঙ্গিত। কে চ্যাম্পিয়ন, উত্তর মিলবে শুক্রবার রাতে।
এই লড়াই সরাসরি দেখাবে সনি সিক্স আর চ্যানেল নাইন।
Discussion about this post