শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ২০২৪ সালের গ্রুপ পর্বের লড়াই। ১১তম রাউন্ডের শেষ দিনে নাটকীয়তা থাকলেও শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে সুপার লিগে খেলা ছয়টি দলের নাম।
সর্বশেষ রাউন্ডে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮৯ রানে হারিয়ে সুপার লিগে জায়গা নিশ্চিত করেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। দিনের অন্য দুই ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৫১ রানে হারায় ব্রাদার্স ইউনিয়নকে, এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব ২ উইকেটে হারায় ধানমন্ডি স্পোর্টিং ক্লাবকে।
সুপার লিগে জায়গা পাওয়া দলগুলোর শীর্ষে আবাহনী লিমিটেড – ১১ ম্যাচে ১৮ পয়েন্ট। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম ম্যাচে হারলেও টানা ৯ জয়ে দুর্দান্তভাবে সবার শীর্ষে অবস্থান করছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা।
এরপরই মোহামেডান স্পোর্টিং ক্লাব, ১৮ পয়েন্ট (রান রেটে পিছিয়ে দ্বিতীয়)। তাওহিদ হৃদয়ের দলও সমান ৯টি জয় পেয়েছে, তবে রান রেটে পিছিয়ে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর পেছনে।
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৬ পয়েন্ট। এনামুল হক বিজয়ের দল প্রথম ম্যাচে হারলেও পরবর্তীতে ৮টি জয় তুলে নিয়ে তিন নম্বরে অবস্থান করছে। গুলশান ক্রিকেট ক্লাব ১৫ পয়েন্ট। নবাগত দল হয়েও ৭ জয় ও একটি পরিত্যক্ত ম্যাচে ১৫ পয়েন্ট তুলে চমক দেখিয়েছে তারা।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব – ১৪ পয়েন্ট। শেষ ম্যাচে রূপগঞ্জকে হারিয়ে ৭টি জয় নিশ্চিত করে পাঁচ নম্বরে জায়গা নেয়। লিজেন্ডস অব রূপগঞ্জ – ১৩ পয়েন্ট।
শেষ ম্যাচে হেরে গেলেও লিগের একদম শেষ দল হিসেবে সুপার লিগে উঠে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।
Discussion about this post