ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শেষ ম্যাচেও সেই একই গল্প। বোলাররা সফল। ব্যাটাররা আবারো ব্যর্থ। তারই পথ ধরে আরেকটি হার বাংলাদেশের মেয়েদেরা। শেষ পর্যন্ত গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে হারের কষ্ট নিয়েই খালি হাতে দেশে ফিরছেন সালমা খাতুনরা। সোমবার ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ।
সোমবার সকালে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩০ রানে হারাল বাংলাদেশকে। অবশ্য বোলাররা ছিলেন এই ম্যাচেও সফল। তারা ১০৯ রানে আটকে রাখে প্রোটিয়া ব্যাটসম্যানদের। কিন্তু এরপরই ব্যাট হাতে নেমে ব্যাটাররা সুপার ফ্লপ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলে ৭৯ রান।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে টস জিতে টাইগ্রেসরা প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। ওপেনার লিজেল লি ১৩ বলে ২১ রান করেন। মারিজান ক্যাপ ১৯ বলে করেন ২৫ রান।
তারপরই বাংলাদেশের বোলাররা দাপটে খেলায় ফিরে। সালমা খাতুন তুলে নেন ৩ উইকেট। বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টুয়েন্টিতে ৫০ উইকেট ক্লাবে পা রাখেন তিনি। রুমানা আহমেদ ৫২ উইকেট নিয়ে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি।
এরপর জবাবে নেমে ব্যাটিং লাইন আপে পরিবর্তন এনেও কাজ হল না। শারমিন আক্তার করেন ৮ রান। আরেক ওপেনার আয়েশা রহমান ৯ বলে ৩। ফারজানা হক ৩৬ বল খেলে তুলেন ১৯ রান। তবে সফল রুমানা। ৪০ বলে অপরাজিত ৩৪ রান তার ব্যাটে। অন্যরা সুপার ফ্লপ! ৭৯ রানে থামে দল। এবারের বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ। শুরুতেই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৬ রানে অলআউট হয়। ইংল্যান্ডের বিপক্ষে দল তুলে ৭৬ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ৭২।
সংক্ষিপ্ত স্কোর-
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১০৯/৯ (ক্যাপ ২৫, লি ২১, ট্রায়ন ১৮, ফন নিকার্ক ১৭, ডু প্রিজ ১৪; সালমা ৩/২০, রুমানা ১/২১, কুবরা ২/১৮, নাহিদা ১/১১, ফাহিমা ১/১৩)।
বাংলাদেশ: ২০ ওভারে ৭৯/৫(শারমিন ৮, আয়েশা ৩, ফারজানা ১৯, নিগার ৪, রুমানা ৩৪*, জাহানারা ০, সালমা ৭*; ড্যানিয়েলস ১/৬, সেকুকুনে ১/১২, ক্লাস ১/১৩, লুস ১/১৫, ফন নিকার্ক ১/১৭)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৩০ রানে জয়ী
ম্যাচসেরা: মারিজান ক্যাপ
Discussion about this post