বন্দরনগরী চট্টগ্রামের পালা শেষে আবারো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফিরল ঢাকায়। এখনো প্লে-অফ মানে সেমিফাইনালের নানা সমীকরণ বাকী! পয়েন্ট টেবিলে রংপুর রাইডার্স আছে চারে। রাজশাহী কিংস এরপরই, পাঁচ নম্বরে। এ অবস্থায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ধাপে শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যায় লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস।
এরইমধ্যে শেষ চার নিশ্চিত করেছে খুলনা টাইটান্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স উঠেছে কোয়ালিফায়ারে। বাকি দুটি দল এখনও নিশ্চিত হয়নি। সেই লড়াইয়ে রাজশাহীর চেয়ে বেশ এগিয়ে ঢাকা ডায়নামাইটস। তারপরও শনিবারের ম্যাচটি দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। ঢাকার বাকি আর মাত্র ২টি ম্যাচ। একই অবস্থা রাজশাহীর। ধরা যাক ঢাকা দুটি ম্যাচই হেরে গেল। আর রাজশাহী দুটিতেই জিতে গেল। তখন সমীকরণের হিসেবে কিন্তু রাজশাহীর কোয়ালিফায়ারে ওঠার সম্ভাবনা থাকবে।
তবে প্রথম ম্যাচে কুমিল্লা হেরে গেলেও চিন্তার কিছু নেই তাদের। কেননা তামিম ইকবালের দলটি এরইমধ্যে বিপিএলের প্লে-অফে ওঠা নিশ্চিত করেছে। সামনে শঙ্কা থাকলেও এ অবস্থায় সমীকরণের মধ্যে যেতে চান না রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সামনে তাদের যে তিনটি ম্যাচ রয়েছে, সেগুলো জিতেই যোগ্য দল হয়ে শেষ চার নিশ্চিত করতে চান তিনি।
শনিবারের খেলা-
কুমিল্লা-রংপুর ১টা
রাজশাহী-ঢাকা সন্ধ্যা ৬টা
#দুটি ম্যাচই দেখাবে গাজী টিভি ও মাছরাঙা
Discussion about this post