ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ওপেনিংয়ে নিজেকে ঠিক মেলে ধরতে পারছেন না লিটন দাস। যে কারণে তার ব্যাটিং পজিশন নিয়ে উঠেছে প্রশ্ন। এদিকে অনেকে আবার একজন তৃতীয় ওপেনার দলে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন। হয়তো তাই শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেলেন মোহাম্মদ নাঈম শেখ।
গত ৮ ওয়ানডেতে লিটন রান করেছেন সব মিলিয়ে ১০১। যে কারণে তার ব্যাটিং নিয়ে উঠেছে প্রশ্ন। স্বয়ং বিসিবি সভাপতিও তার ব্যাটিং পজিশন নিয়ে খুশি নন। তিনি তো সরাসরি বলেই দিয়েছেন, ওয়ানডেতে তাকে মিডেল অর্ডারে খেলানো ভাল।
গত নিউজিল্যান্ড সিরিজে সিরিজের দলে ছিলেন নাঈম। কোনো ম্যাচ না খেলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার। তবে লিটন খারাপ খেলার এ ওপেনার ফের জায়গা পেলেন দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে এরইমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তারপরও সিরিজের শেষ ম্যাচে জিততে মরিয়া টিম টাইগার্স। যে কারণে দলের কম্বিনেশনে পরিবর্তন আনতে চাইছে নির্বাচকরা।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ,মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।
Discussion about this post