শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুক্রবার ঢাকায় শুরু হচ্ছে টুর্নামেন্টের শেষ ধাপ। ১৬ ফেব্রুয়ারি ফাইনালে ইতি হবে এবারের বিপিএল।
বিপিএলে পর্বের ৩২ ম্যাচ শেষ হয়েছে। বাকি মাত্র ১০ ম্যাচ। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরেই। এরইমধ্যে ১০ ম্যাচে ৮ জয় নিয়ে সিলেট স্ট্রাইকার্সের প্লে অফ নিশ্চিত করেছে। শেষ চারের বাকি তিন দল এখনো নিশ্চিত হয়নি। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মাশরাফির দল।
১২ পয়েন্ট রয়েছে দুই দলের। রান রেটে এগিয়ে সাকিবের ফরচুন বরিশাল। তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই দলেরই ৯ ম্যাচে ৬ জয়। হেরেছে ৩টি করে ম্যাচ। ৮ ম্যাচে ৫ জয়ে রংপুর রাইডার্স চার নম্বরে।
ঢাকা ডমিনেটর্স ১০ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ম্যাচে দুটি করে জয় পেয়েছে।
এবারের বিপিএলে নামি বিদেশি ক্রিকেটারের সংখ্যা একেবারে কম। দক্ষিণ আফ্রিকার এসএ টি-টুয়েন্টি ও সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টুয়েন্টিকে যে বেছে নিয়েছেন অনেক ক্রিকেটার। পাকিস্তানি ক্রিকেটাররাও নিজ দেশের পাকিস্তান সুপার লিগ খেলতে ফিরে যাচ্ছেন।
বিপিএল পয়েন্ট তালিকা
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
সিলেট স্ট্রাইকার্স ১০ ৮ ২ ১৬ ০.৮৯০
ফরচুন বরিশাল ৯ ৬ ৩ ১২ ০.৬৩২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৯ ৬ ৩ ১২ ০.৪৪৮
রংপুর রাইডার্স ৮ ৫ ৩ ১০ ০.৩০৪
ঢাকা ডমিনেটর্স ১০ ৩ ৭ ৬ -০.৮২৫
খুলনা টাইগার্স ৯ ২ ৭ ৪ -০.৪২৫
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৯ ২ ৭ ৪ -১.০১৭
Discussion about this post