বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) বুধবার সারাদিন সবমিলিয়ে খেলা হল মাত্র দু’ঘণ্টা। কারণ সেই একই-শীতের কুয়াশা। তবে এই দু’ঘন্টার মধ্যে ঠিকই সেঞ্চুরি তুলে নিলেন নাইম ইসলাম ও মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে শূণ্য রানে আউট হওয়ার কষ্ট দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে দুর করলেন মুশফিক। এই দুজনের সেঞ্চুরি ও নাসির হোসেনের হাফসেঞ্চুরির কল্যানে দ্বিতীয় ইনিংসেও আরেকবার তিনশ’র বেশি রান তুলল বিসিবি নর্থ জোন। ব্যাটসম্যানদের দাপটে ঠাসা বিসিএলের এই ম্যাচও ড্র হল। শেষ ইনিংসে বিসিবি নর্থ জোন ৬ উইকেটে ৩৪১ রান তোলে।
ড্র ম্যাচের মতো সেঞ্চুরির হিসেবেও দু’দলের দারুণ সমতা। প্রাইম ব্যাংক তাদের প্রথম ইনিংসে ৪২৭ রান করেছিল। তাতে সেঞ্চুরি করেছিলেন দুই পিঠাপিঠি ব্যাটসম্যান ইমরুল কায়েস ও মিঠুন চৌধুরী। বিসিবি নর্থ জোন তাদের দ্বিতীয় ইনিংসে সেই হিসেবটাও সমান করে দিল। চার ও পাঁচ নম্বরে ব্যাট করতে নামা নাইম ইসলাম ও মুশফিকুর রহিম সেঞ্চুরির সুখ পেলেন।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি উত্তারাঞ্চল ১ম ইনিংস : ৪২১/১০, ১০৭.৫ ওভার (জহুরুল ৩২, ফরহাদ ৭৬, নাঈম ২৪, নাসির ৯৯, ফরহাদ রেজা ১৫৩, তাইজুল ২২; রবিউল ইসলাম ৩/৪৪, রাজ্জাক ৩/১০৫, সোহাগ গাজী ২/৯৮)।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ১ম ইনিংস : ৪২৭/৮ ডিক্লে:, ১০৪ ওভার (সৌম্য ৪২, ইমরুল ১২৭, মিঠুন ১০৭; ফরহাদ রেজা ২/৬৯, তাইজুল ৪/৯৭)।
বিসিবি উত্তরাঞ্চল ২য় ইনি: ৩৪১/৬ (৭০ ওভারে, নাইম ইসলাম ১০৬, মুশফিকুর ১০০, রবিউল ২/৪০, তাইয়াবুর ২/২৭)।
ফল: ম্যাচ ড্র। ম্যাচসেরা: ফরহাদ রেজা।
- ক্রিকবিডি ২৪ রিপোর্ট:
Discussion about this post