শেষটাতে সমীকরণ মিলল না! সুপার লিগের পথ চলাটাও মসৃন হলো না! টানা জিতে সুপার লিগ নিশ্চিত করলেও আসল লড়াইয়ে পিছিয়ে পড়ে সর্বনাশ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) শেষ ম্যাচেও হেরে গেলো লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপির ৩ নম্বর মাঠে তাদের শেষ ম্যাচ ৪ উইকেটে হারাল মোহামেডান।
টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৯৮ রান করে মাশরাফি বিন মর্তুজার রুপগঞ্জ। সাব্বির রহমান খেলেন ৮২ রানের দেখার মতো এক ইনিংস। জবাবে নেমে সৌম্যর সেঞ্চুরি, রুবেল মিয়ার ফিফটি সঙ্গে মাহমুদউল্লাহর ফিনিশিং। তার পথ ধরে জয় মোহামেডানের।
সৌম্য-রুবেল ওপেনিংয়ে করেন ১৮১ রান। রুবেল ৮৭ আর সৌম্য চার বছর পর লিস্ট ‘এ’র সেঞ্চুরি করেন। ১০২ রানে আউট তিনি। ৭টি চার ও ৪টি ছয়ে সাজানো ইনিংস। মাহমুদউল্লাহ রিয়াদ ৬ চার ও ৩ ছয়ে ৪২ বলে ৬১ রান করে অপরাজিত। লিজেন্ডপস অব রূপগঞ্জের হয়ে মুক্তার আলী নেন ২ উইকেট।
দিনের শুরুতে সাব্বির রহমান-ইরফান শুক্কুরের ফিফটিতে ভাল স্কোর পায় রূপগঞ্জ। ৯০ বলে সর্বোচ্চ ৮২ রান তুলেন সাব্বির। ৯টি চার ও ১টি ছয়ে সাজানো ইনিংস। ইরফান ৭৩ বলে ৭৮। চার ছিল ৫টি আর ছয় ৩টি। ফারদিন হাসান ৪৪ ও চিরাগ জানি ৩৩ রান করেন। মোহামেডানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবু জায়েদ রাহী।
এবারের লিগে ধারাবাহিক সাফল্যে টুর্নামেন্টের সেরা হলেন লিজেন্ডস অব রূপগঞ্জের চিরাগ জানি। ব্যাটে-বলে দারুণ সফল ছিলেন তিনি। ১৫ ইনিংসে করেছেন ৬৬৯ রান। বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।
Discussion about this post