শোকের চাদরে ঢাকা ক্রিকেট বিশ্ব! শেন ওয়ার্নের আচমকা মৃত্যুর শোকে স্তব্দ ভক্তরা। একইদিন চলে গেছেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি ক্রিকেটার রডনি মার্শ। তাদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একইসঙ্গে শনিবার বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে থমকে গিয়েছিল মিরপুর।
দুই ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করেছেন দুই দলের ক্রিকেটাররা। একইসঙ্গে ম্যাচ অফিশিয়াল, মাঠ কর্মী, দর্শক, সাংবাদিকসহ মাঠে উপস্থিত সবাই নীরবতায় স্মরণ করেন প্রয়াত দুই কিংবদন্তিকে।
গত ২৪ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মার্শ। হার্ট অ্যাটাকের পর সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় তাকে। কদিন আগে কুইন্সল্যান্ড থেকে অ্যাডিলেডের একটি হাসপাতালে ভর্তি করান হয়। তখনো সংকটাপন্ন কিন্তু স্থিতিশীল অবস্থায় ছিলেন বলে জানান তার ছেলে পল। শুক্রবার অ্যাডিলেডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মার্শের।
২৪ ঘণ্টারও কম সময়ের পথে অসীমের পথে যাত্রা করেছেন রডনি মার্শ ও শেন ওয়ার্ন। তাদের জন্য শোকাহত ক্রিকেট বিশ্ব। ওয়ার্নের মৃত্যুটা এসেছে আচমকাই। ৫২ বছর মারা গেলেন সর্বকালের সেরা এই স্পিনার।
গত শুক্রবার রাতে ভেসে এসেছে ওয়ার্নের মৃত্যুর খবর। থাইল্যান্ডে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি। তাকে অচেতন অবস্থায় তার ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি!
ওয়ার্ন মানেই কিংবদন্তিদের কিংবদন্তি! উইজডেনের শতাব্দী সেরা পাঁচ ক্রিকেটারের একজন। যিনি ১৫ বছরের টেস্ট ক্যারিয়ারে শিকার করেছেন ৭০৮ উইকেট। টেস্ট ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে নিয়েছেন ২৯৩ উইকেট। ১৯৯৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তিনি।
Discussion about this post