বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানো হল বাংলাদেশের পেস বোলার আল-আমিন হোসেনকে। অপরাধ- তিনি শৃঙ্খলা ভেঙ্গেছেন। রোববার হঠাৎ করেই জানা যায় এ খবর।
ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে খালেদ মাহমুদ জানান, রাত দশটার পরে বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টে অনুমতি নিতে হয়। কিন্তু তা না নিয়েই বাইরে যান আল-আমিন। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) তাদের জানিয়েছে।
অবশ্য কোন দুর্নীতির সঙ্গে ২৫ বছর তার যুক্ত থাকার প্রমাণ মেলেনি।
এ অবস্থায় আল আমিনের বিকল্প চেয়ে পাঠায় বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট। আইসিসির অনুমতি মেলার পর দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি পেসার শফিউল ইসলাম।
Discussion about this post