ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বয়স ৪৪ ছাড়িয়েছে। তারপরও ক্রিকেটকে গুডবাই বলেন নি তিনি। খেলে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। আছেন বঙ্গবন্ধু বিপিএলে। তবে তিক্ত অভিজ্ঞতা দিয়েই শুরু হয়েছে শহীদ আফ্রিদির মিশন। শুরুতেই হতাশ হলেন পাকিস্তানি এই তারকা ক্রিকেটার।
এখন অবশ্য শুন্য রানে আউট হওয়াটা নিয়মিত ব্যাপার তার জন্য। সেই পথ ধরে এবার শহীদ আফ্রিদি করে ফেললেন শূন্যের সেঞ্চুরি! বৃহস্পতিবার বঙ্গবন্ধু বিপিএলে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ঢাকার এই ব্যাটসম্যান নিজের খেলা প্রথম বলেই ফিরেন পাকিস্তানি সাবেক এই ক্রিকেটার। ইতিহাস জানাচ্ছে-স্বীকৃত ক্রিকেটে এটি আফ্রিদির শততম ‘ডাক’!
তবে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৪ বার শুন্য রানে আউট হয়েছেন তিনি। ওয়ানডেতে কোন রান না করে ফেরেন ৩০বার। এই সংস্করণে তার চেয়ে বেশি শুন্য রানে আউট শ্রীলঙ্কান কিংবদন্তি সনাৎ জয়াসুরিয়া।
এছাড়া ২৭ টেস্টের ক্যারিয়ারে শহীদ আফ্রিদি শুন্য রানে আউট ৬ বার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে তার শুন্য ৮টি। বাকি ৫৬ ‘ডাক’ এসেছে প্রথম শ্রেণির ক্রিকেট, লিস্ট ‘এ’ আর ঘরোয়া টি-টুয়েন্টি থেকে।
যেভাবে ফর্মহীনতায় আছেন, বিশ্লেষকরা বলছেন-এবার মনে হয় সরে দাঁড়ানো উচিত আফ্রিদির।
Discussion about this post