ক্রিকবিডি২৪.কম
এতদিন রেকর্ডটিতে যৌথভাবে ছিলেন এনামুল হক বিজয়। সোমবার সেটি একার করে নিলেন তিনি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন এককভাবে এনামুলের।
বিপিএলে এলিমিনেটর ম্যাচে সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঢাকা প্লাটুনের হয়ে শূন্য রানে আউট হন এনামুল। বিপিএল এটি তার একাদশ ‘ডাক।’ ১০ বার শূন্য রানে আউট হওয়া ইমরুল কায়েস শীর্ষ থেকে মুক্তি পেয়ে নেমেছেন দুইয়ে।
সব মিলিয়ে এবার ৮০ ইনিংসে ১১ ‘ডাক’ হলো এনামুলের। ইমরুলের ১০ শূন্য ৭৮ ইনিংসে। এ কীর্তি রয়েছেন রয়েছে সাব্বির রহমান। তিনি ৭৭ ইনিংসে ৯ বার শূন্য রানে আউট হন।
এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি এনামুল। সব মিলিয়ে ১৩ ম্যাচে এ ডানহাতির ব্যাট থেকে আসে ১৯৮ রান। সর্বোচ্চ রান তার ৬২।
Discussion about this post