অনেক দিন পর আবারো বেশ সরগরম হয়ে উঠছেে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম। লম্বা ছুটির পর শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন। মাশরাফি, মুশফিক আর সাকিবদের সঙ্গে তরুন তাসকিন অাহমেদরাও ছিলেন প্রথম দিনের কন্ডিশনিং ক্যাম্পে। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের সোমবার সকালে ২২ জন ক্রিকেটার হাজিরা দিলেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ২৯ সদস্যের দলের মধ্যে সাতজন যোগ দেননি।
তামিম ইকবাল এসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলতে গেছেন। আর রুবেল ইনজুরিতে কাবু। বাকি পাঁচ ক্রিকেটার বিসিবি এইচপি দলের সঙ্গে রয়েছেন অস্ট্রেলিয়া। অনুশীলনের প্রথম পর্বে ফিটনেস ট্রেনিংয়ে নিজেদের চাঙ্গা করতে নিজেরাই বিভিন্ন কাজ করেছেন। আর সিনিয়রদের কাছ থেকে নিয়েছেন টিপস। ২২ দিন ছুটি কাটানোর পর এই অনুশীলনে ক্রিকেটারদের ফিটনেস কাটিয়ে তোলার কাজটা করবেন ফিজিও। বলছিলেন তিনি, ‘ফিটনেস নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে তরুণদের। তবে তিন সপ্তাহের ছুটি শেষে ক্রিকেটাররা অনুশীলনে নামবে, স্বাভাবিকভাবে তাদের ফিটনেসের ঘাটতি থাকবে। তাই আশা করছি এই ট্রেনিংয়ের মাধ্যমে সবাই নিজেদের পরখ করার সুযোগ পাবে।’
ঈদের ছুটির পর নিজের মত করে জিমে আর ইনডোরে সোমবার সময় কাটালেন ক্রিকেটাররা। ছিল ‘বিপ টেস্ট’। ক্রিকেটারদের ফিটনেসের অবস্থা পরখ করা হয়েছে। মারিও ভিল্লাভারায়ন বলেন, ‘লম্বা সময় পর ফিটনেস ক্যাম্প হচ্ছে। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৮ মাস টানা খেলার মধ্যে আছি আমরা। কার ফিটনেস এখন কোন অবস্থায় আছে, আলাদা করে সেটি বোঝার ভালো সুযোগ এটি। যার যেখানে ঘাটতি আছে, সেটি নিয়েই আগামী তিন থেকে ছয় সপ্তাহ কাজ করতে চাই আমি।’
দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংয়ে ছুটি শেষে ফিরবেন জুলাইয়ের শেষ সপ্তাহে। ব্যাটিং কোচ থিলান সামারাভিরাও একই সময় আসবেন। তারপরই ২৯ জুলাই থেকে ব্যাট-বল নিয়ে অনুশীলন।
আসছে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। ২২ থেকে ২৩ আগস্ট ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্মিথের দল। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়া প্রথম টেস্ট খেলবে মিরপুর স্টেডিয়ামে ২৭ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট খেলবে ৪-৮ সেপ্টেম্বর চট্রগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। এরপরই সেপ্টেম্বরের শেষে দক্ষিণ আফ্রিকা সফর। দুই সিরিজ সামনে রেখে মিরপুরে চলবে ক্যাম্প।
Discussion about this post