অবশেষে সব বাধার প্রাচীর পেরিয়ে গেলেন তিনি। ৫ বছরের স্পট-ফিক্সিংয়ে নির্বাসন কাটিয়ে জায়গা করে নিলেন পাকিস্তান দলে। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার।
সেই কুখ্যাত ‘লর্ডস গেট’ কাণ্ডে ৫ বছরের নির্বাসন কাটিয়ে মাস চারেক আগে ক্রিকেটে ফিরেন আমির। কিন্তু তাকে নিয়ে খোদ পাকিস্তান দলেই চলছিল নানা তর্ক। শেষ পর্যন্ত জয় হল এই পেসারের।
এবার বন্ধুও পাচ্ছেন আমির। এইতো আফ্রিদি বলছেন, ‘দেখুন আমির ফেরায় আমি খুশি হয়েছি। ও আমাকে ইংল্যান্ডেই সত্যি কথাটা বলেছিল। ও আদালতে ও পাকিস্তানের জনসাধারণের সামনে নিজের ভুল স্বীকার করেছে। আমাদের উচিৎ ওর পাশে দাঁড়ানো।’
এরই নাম আসলে জীবন। ভুল শুধরে এগিয়ে যাওয়া।
Discussion about this post