ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চারদিনের ম্যাচ যেখানে শেষ করেছিল, সেখান থেকে ওয়ানডে মিশন শুরু করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। পথ হারিয়েছে সফরকারীরা। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতেই বড় ব্যবধানে হারল মোহাম্মদ মিঠুনের দল। বুধবার কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে ৭ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।
ব্যাটসম্যানদের ব্যর্থতাতেই বড় হার দেখতে হয়েছে বাংলাদেশ দলের। অথচ দলের ব্যাটসম্যানের কোন কমতিই ছিল না। নাজমুল হোসেন শান্ত, এনামুল হক, আফিফ হোসেন, মিঠুন, আরিফুল হকদের নিয়ে গড়া শক্তিশালী লাইনআপ। সেই দলটিই কীনা ৩৩.৩ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট। এরপর জবাবে ২৫.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে লঙ্কানরা।
প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমেই পথ হারায় বাংলাদেশ। ২ রান করে ফেরেন ওপেনার নাইম হাসান। দ্বিতীয় উইকেটে শান্ত ও সাইফ হাসান গড়েন ৪৪ রানের জুটি। ২৪ রান করে ফেরেন শান্ত। তারপর যা একটু লড়লেন সাইফ। তার ব্যাটে ৩২ রান। বিস্ময়কর হলেও সত্য ১৪ রানে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ।
অধিনায়ক আশান প্রিয়াঞ্জন ৪.৩ ওভারে মাত্র ১০ রানে নেন ৪ উইকেট।
জবাবে নেমে শুরুতে উইকেট হারালেও চতুর্থ উইকেটে প্রিয়ামল পেরেরা ও প্রিয়াঞ্জন দৃশ্যপট পাল্টে দেন। দু’জন অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি গড়েন। ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেন প্রিয়াঞ্জন।
কলম্বোতেই বৃহস্পতিবার দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে লড়বে দুই দল। শেষ ম্যাচ ১২ অক্টোবর।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ ‘এ’ দল: ৩৩.৩ ওভারে ১১৬/১০ (সাইফ ৩২, নাঈম ২, শান্ত ২৪, এনামুল ৫, মিঠুন ২১, আফিফ ১১, আরিফুল ৫, সানজামুল ৬*, আবু হায়দার ১, মেহেদী হাসান রানা ০, আবু জায়েদ ০; ঈশান ৪-০-১৮-০, ফার্নান্দো ৫-১-২০-১, করুনারত্নে ৫-২-১৭-২, প্রিয়াঞ্জন ৪.৩-১-১০-৪, আমিলা ৭-০-২৯-১, রমেশ মেন্ডিস ৮-০-১৭-২)
শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৫.৫ ওভারে ১২০/৩ (নিসানকা ১, সান্দুন ১৬, কামিন্দু ২৩, প্রিয়াঞ্জন ৫০*, পেরেরা ২৪*; আবু হায়দার ৬-১-১৪-১, আবু জায়েদ ৪-০-১৯-১, রানা ৫-০-২৪-১, সানজামুল ৭-০-২৭-০, আফিফ ২-০-৭-০, আরিফুল ১.৫-০-২৮-০)
ফল: শ্রীলঙ্কা ‘এ’ দল ৭ উইকেটে জয়ী
Discussion about this post