রাজধানীতে গুলশানের এই বিলাসবহুল হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন সাকিব আল হাসান। আইপিএল মিশন থেকে দেশে ফেরা এই অলরাউন্ডার প্রথম করোনা পরীক্ষায় হয়েছেন নেগেটিভ। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ফের আরও একবার টেস্টের জন্য সাকিব নমুনা দেবেন।
আইপিএল ফেরত আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও তার স্ত্রীও দিয়েছেন নমুনা। যারা এখন আছেন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। তাদের পরীক্ষার ফল পেতে আরও কিছুটা সময় লাগবে। বৃহস্পতিবার থেকে হোটেল কোয়ারেন্টিনে আছেন সাকিব-মুস্তাফিজ।
সব মিলিয়ে মোট ১৪ দিন এভাবেই থাকতে হবে হোটেলে বন্দি। তারা মুক্ত হবেন ২০ মে। আগামী ২৩ মে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে টাইগারদের দলে আছেন দু’জন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘সাকিবের প্রথম টেস্টের ফল আমরা পেয়েছি। ও নেগেটিভ হয়েছে। মুস্তাফিজেরটা আজই পাব। এক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার কোভিড টেস্ট হবে তাদের সবার।’
আইপিএলে সাকিবের কলকাতার সতীর্থ বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়রের পর করোনা পজিটিভ হয়েছেন। এরপরই শোনা যায় আক্রান্ত দলটির বিদেশি ক্রিকেটার টিম সেইফার্ট। আহমেদাবাদ থেকে নিউজিল্যান্ডগামী বিশেষ বিমানে উঠতে পারেন নি তিনি। এই কিউই উইকেটরক্ষক-ব্যাটসম্যান রয়েছেন আইসোলশনে।
Discussion about this post