মাশরাফি বিন মর্তুজা। পরিচয় করিয়ে দিতে নামটাই যথেষ্ট!
তিনি শুধু একজন ক্রিকেটারই নন, লাখো মানুষের আদর্শ। আলোকিত এক বাতিঘর। এক মহা তারকা। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরাদের একজন। আর জনপ্রিয়তায় এ মূহুর্তে দেশসেরা। অনেক দিন ধরেই তিনি গোটা বাংলাদেশেরই দ্বায়িত্ব কাধে তুলে নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার জন্মদিন আজ শুক্রবার, ৫ অক্টোবর।
শুভ জন্মদিন মাশরাফি। ক্রিকবিডি২৪.কম এর পক্ষ থেকে টাইগারদের ওয়ানডে অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা!
১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইল শহরের মহিষখোলায় জন্মগ্রহণ করেন মাশরাফি। বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা বেগম বলাকা। দুই ভাইয়ের মধ্যে মাশরাফি বড়। ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর নড়াইল শহরের আলাদাতপুরের মৃত সিরাজুল হকের মেয়ে সুমনা হক সুমির সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন মাশরাফি। ওয়ানডে অধিনায়ক দুই সন্তানের বাবা। আজ তার ছেলে সাহেলেও জন্মদিন। ২০১৪ সালের এই দিনে ঢাকায় জন্ম নিয়েছিল ম্যাশের ছেলে।
সেই ১৯৮৩ সাল। ৫ অক্টোবর। চিত্রা নদীর পাড়ের শহর নড়াইলে জন্ম মাশরাফির। কিংবদন্তি চিত্রশিল্পী এসএম সুলতানের সেই চিত্রা নদীর পাশে কেটেছে দুরন্ত শৈশব। তখন তার প্রিয় খেলা ছিল সাঁতার, ফুটবল ও ব্যাডমিন্টন। তারপর এক সময় ক্রিকেটের প্রতি ভালবাসা জন্মে। এক নানা’র হাত ধরে শুরু ক্রিকেটে হাতেখড়ি। অনূর্ধ্ব-১৯ দল দিয়ে জাতীয় পর্যায়ে যাত্রা। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি।
এরমধ্যে ২০০১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক মাশরাফির। টেস্টে তার মোট শিকার ৭৮ উইকেট, ব্যাট হাতে তিন ফিফটিতে রয়েছে ৭৯৭ রান।
পঞ্চাশ ওভারের এই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২২০ ওয়ানডে খেলেছেন মাশরাফি, শিকার করেছেন দেশের সর্বোচ্চ ২৭০ উইকেট। ২০০৬ সালে এক ম্যাচে মাত্র ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি ওয়ানডেতে তুলেছেন ১৭৮৭ রান।
২০০৬ সালে দেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচ দিয়েই ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ডথচলা শুরু মাশরাফির। ২০১৭ সালের এপ্রিলে নেন এই ফরম্যাট থেকে অবসর। মাঝের সময়ে ৫৪ ম্যাচে ৪২ উইকেট শিকারের সঙ্গে ১৩৬ স্ট্রাইকরেটে করেন ৩৭৭ রান।
একের পর এক ইনজুরিতে পড়লেও মানসিক শক্তি দিয়ে বারবারই ফিরেছেন মাশরাফি। ৭ বার অস্ত্রোপচারের পরও খেলে যাচ্ছেন তিনি। দেশের জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন। তাইতো হয়ে উঠেছেন সত্যিকারের নায়ক।
আজকের দিনটি স্মরনীয় একদিন মাশরাফির। কেননা, এদিন জন্ম নিয়েছিল তার ছেলে সাহেল। বাবা-ছেলের একই দিনে জন্ম! স্ত্রী-দুই সন্তান নিয়ে মিরপুরে মাশরাফির সংসার স্বর্গ।
শুভ জন্মদিন ক্যাপ্টেন। সবশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের নেতৃত্বে ছিলেন তিনি! লিজেন্ডসের ক্যাম্পে লিজেন্ড!
মাশরাফি বিন মতুর্জা কৌশিক নামের নড়াইল এক্সপ্রেস আরো অনেক দিন এভাবেই সচল থাকুক। নিরন্তর শুভেচ্ছা বাংলাদেশ ক্রিকেটের এই সম্পদকে।
Discussion about this post