কথায় আছে- মানুষের ভালবাসাই নাকি সবচেয়ে বড় পুরস্কার। সেই পুরস্কারটাই বেশ কয়েকবছর ধরে শর্তবিহীনভাবে পেয়ে আসছেন তিনি। শুধু সময়ের জনপ্রিয় নন, দেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নন্দিত এই ক্রিকেটারটি সোমবার কাটলেন ৩২তম জন্মদিনের কেক।
শুভ জন্মদিন ক্যাপ্টেন!
১৯৮৩ সালের এই দিনে চিত্রা নদীর পাড়ের শহর নড়াইলর জন্ম মাশরাফির। সেই শৈশবে প্রিয় খেলা ছিল সাঁতার, ফুটবল আর ব্যাডমিন্টন। এরপর ক্রিকেটের প্রতি ভালবাসা। অনূর্ধ্ব-১৯ দল দিয়ে জাতীয় পর্যায়ে যাত্রা।
এরমধ্যে ২০০১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেক মাশরাফির।
এখন পর্যন্ত ৩৬ টেস্টে ৭৯৭ রান ও ৭৮ উইকেট এবং ১৫৭ ওয়ানডেতে ১৩৯৯ রান ও ২০০ উইকেট নিয়েছেন তিনি।
অধিনায়ক হিসেবেও বেশ সফল তিনি। তার নেতৃত্বে বাংলাদেশ খেলেছে ১টি টেস্ট। জিতেছে সেই একটিতে। আবার ২৫টি ওয়ানডে জয় ১৭ জয়টিতে। ৮ হার ও ৫টি টি-টুয়েন্টিতে ১ জয়। ৪ হার।
একের পর এক ইনজুরিতে পড়লেও মানসিক শক্তি দিয়ে বারবারই ফিরেছেন। ৭ বার অস্ত্রোপচারের পরও খেলে যাচ্ছেন তিনি। তাইতো হয়ে উঠেছেন সত্যিকারের নায়ক।
৫ সেপ্টেম্বর স্মরনীয় এক দিন ম্যাশের। কেননা, গতবছরের এদিন জন্ম নিয়েছিল তার ছেলে সাহেল। বাবা-ছেলের একই দিনে জন্ম! স্ত্রী-দুই সন্তান নিয়ে সংসার মাশরাফির।
সময়টা এভাবেই কাটুক নড়াইল এক্সপ্রেসের!
Discussion about this post