ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মুশফিকুর রহীমের জন্মদিন আজ। বৃহস্পতিবার ৯ মে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ৩১ বছরে পা দিলেন দিলেন। ১৯৮৮ সালের ৯ মে বগুড়ায় জন্ম নিয়েছেন তিনি। এরপর সময়ের পথ বেয়ে উঠে এসেছেন জাতীয় দলে। এবারের জন্মদিনটা পরিবারের মানুষদের ছাড়াই করতে হচ্ছে মুশফিককে। তিনি এখন রয়েছেন আয়ারল্যান্ড সফরে। খেলছেন ত্রিদেশীয় ক্রিকেট সিরিজে। তারপরই বিশ্বকাপ লড়াই।
বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান মুশফিক। মুশফিকের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০০৫ সালে। ১৭ বছর বয়সে ইংল্যান্ডে ওই সফরের প্রস্তুতি ম্যাচে সাসেক্সের বিপক্ষে ৬৩ রানের ইনিংস এরপর নটিংহ্যাম্পশায়ারের বিপক্ষে অপরাজিত ১১৫* রানের ইনিংস খেলেন। লর্ডসে সিরিজের উদ্বোধনী টেস্টে নাম লেখান এই কিশোর।
এরপর দলে জায়গা পোক্ত করে নেন। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। মুশির নেতৃত্বে বাংলাদেশ টেস্টে হারিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলংকার মত পরাশক্তিদের। ৩৭টি ওয়ানডে, ৩৪ টেস্ট ও ২৩টি টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন তিনি।
৬৬টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহীম। এরমধ্যে দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। ৬টি সেঞ্চুরিতে ৩৫.১৪ গড়ে তুলেছেন ৪০০৬ রান। ২০২ ওয়ানডে ম্যাচ খেলে ৩৪.৭৬ গড়ে করেন ৫৪৪২। সেঞ্চুরি ৬টি। জাতীয় দলের আস্থার প্রতীক তিনি। অনুশীলনে সবচেয়ে বেশি সিরিয়াস। তাইতো সাফল্য সব সময়ই তাকে ঘিরে থাকে।
ব্যক্তিগত জীবনের এক সন্তানের জনক তিনি। জান্নাতুল কিফায়াত মন্ডি’র তার ঘরণী। মন্ডি জাতীয় দলের আরেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা। সব মিলিয়ে স্ত্রী-সন্তান নিয়ে সুখী এক পরিবার তার।
মুশফিককে ক্রিকবিডি২৪.কম এর পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা।
Discussion about this post