টেস্ট ক্রিকেটে তিনি ব্যাট করতে নামা মানেই যেন হাফসেঞ্চুরি নিশ্চিত। তাইতো অনেকেই হাবিবুল বাশার সুমনের নাম দিয়েছিলেন ”মিস্টার ফিফটি।” জীবনের ইনিংসেও দাপটে সেই ফিফটির পথে আছেন তিনি। জাতীয় দলের সাবেক অধিনায়ক, নির্বাচক বাশার ১৭ আগষ্ট, সোমবার কাটলেন ৪৩তম জন্মদিনের কেক।
শুভ জন্মদিন বাশার।
১৯৭২ সালের আজকের দিনে কুষ্টিয়া জেলার নাগাকান্দা গ্রামে জন্ম নেন তিনি। শুরুতে ফুটবল খেললেও একমসয় জড়িয়ে পড়েন ক্রিকেটে। এরপর সময়ের পথ বেয়ে উঠে আসেন জাতীয় দলে। নেতৃত্বও দেন দলকে। তার সময়ই বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক অঙ্গনে জয় পথ খুঁজে পেতে শুরু করে।
বলা দরকার বাশারের অধীনেই বাংলাদেশ ক্রিকেট দল ২০০৫ সালে জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতে। ৫০ টেস্টের ক্যারিয়ারে ৯৯ ইনিংসে করেছেন ৩০২৬ রান। সর্বোচ্চ ১১৩; গড় ৩০.৮৭। সেঞ্চুরি তিনটি, ২৪টি হাফ সেঞ্চুরি।
ওয়ানডেতে ১১১ ম্যাচে ২১৬৮ রান করেছেন বাশার। সেঞ্চুরি অবশ্য নেই, হাফ সেঞ্চুরি ১৪টি।
ক্রিকেটকে গুডবাই বলেছেন ২০০৮ সালে। এখন জাতীয় ক্রিকেট দলের নির্বাচক তিনি।
জন্মদিনে অভিনন্দনে এখন সিক্ত হচ্ছেন বাশার। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোত্তোর্জা তার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লিখলেন- ‘বাংলাদেশের কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা।’
Discussion about this post