গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে অবশেষে সাফল্য ধরা দিল। বাংলাদেশকে প্রথম পদক এনে দিলেন আব্দুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতলেন এই শুটার। রোববার সকালে বেলমন্ট শুটিং সেন্টারে ২৪৪.৭ স্কোর করে রুপার পদক জিতেন বাকি। স্বাগতিক অস্ট্রেলিয়ার ডেইন স্যাম্পসন গেমস রেকর্ড ২৪৫ স্কোর করে সোনা পেয়েছেন। ভারতের রবি কুমারের গলায় ব্রোঞ্জ পদক।
ইতিহাস জানাচ্ছে কমনওয়েলথ গেমসে এবারসহ দ্বিতীয়বার রুপা পেলেন বাকি। ২০১৪ সালে গ্লাসগোতে এই পদক পান তিনি। সেই সাফল্যটা এবারো ধরে রাখলেন ২৮ বছর বয়সী এ শুটার। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এ পর্যন্ত সপ্তম পদক জিতল বাংলাদেশ। এরমধ্যে ছয়টি পদক এসেছে শুটিং থেকে। যার মধ্যে স্বর্ণপদক।
১৯৯০ সালে অকল্যান্ডের আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি ১০ মিটার এয়ার পিস্তলের দলগত বিভাগে সোনা জিতেন। আর ২০০২ সালে ম্যানচেস্টারের আসর থেকে বাংলাদেশকে দ্বিতীয় সোনা এনে দেন আসিফ হোসেন খান।
Discussion about this post