ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণের এই সময়টা মন্দ কাটছে না সাকিব আল হাসানের। কিছুদিন আগেই নতুন রাজকন্যা এসেছে তার ঘরে। দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই কন্যা আর স্ত্রীকে নিয়ে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঘরবন্ধী জীবনে আনন্দের কমতি নেই সাকিবের। হাসি-খুশিতেই কেটে যাচ্ছে সময়।
বিশ্বসেরা এই অলরাউন্ডার রোববার আরেকটি বিশ্বসেরার স্বীকৃিতি পেলেন। তারই স্ত্রী উম্মে আহমেদ শিশির বিশ্ব বাবা দিবসে সাকিবকে অনন্য স্বীকৃতি। শিশিরের দৃষ্টিতে সাকিব এই পৃথিবীর সেরা বাবা।
ফার্দাস ডে-তে ইনস্টাগ্রামে রোববার এক পোস্টে সাকিবকে এ স্বীকৃতির দিয়ে শিশির একটি পোষ্ট করেন।
দুই কন্যাসহ সাকিবের ছবি দিয়ে শিশির লিখলেন, ‘পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের শুভেচ্ছা। সন্তানদের পুরোটা সময় দিতে তোমার যে প্রাণশক্তি সেটি অবিশ্বাস্য। দুই কন্যাকে দেখাশোনা করে তোমার রাত জেগে খাওয়ানো আর খেলাধুলা ও পড়ানোয় চেষ্টা সত্যিই অসম্ভব ব্যাপার। এছাড়া সব চাপ থেকে মুক্ত রাখতে সময় দাও। আমাকেও সময় দাও। তোমার প্রশংসা করতে গিয়ে শব্দ খুঁজে পাই না আমি! আমরা ভালবাসি তোমাকে।’
নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে আছেন সাকিব। অবশ্য করোনার কারণে এখন খেলাও নেই। অক্টোবরে নির্বাসন জীবন শেষ হবে এই তারকা ক্রিকেটারের।
Discussion about this post