ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে দুই তাসমান সাগরের দুই পাড়ের দেশ অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। টি–টোয়েন্টি বিশ্বকাপে এই প্রথম ফাইনালে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে। এরইমধ্যে হয়ে গেছে টস। জিতেছে অস্ট্রেলিয়া। উইকেট ও আবহাওয়ার কথা চিন্তা করে তারা আগে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
এবারের বিশ্বকাপে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পরে ব্যাট করা দলই জিতেছে ১২ ম্যাচের মধ্যে ১১টিতে। যে কারণে আজ টস জয়ী দলের হাতেই শিরোপা দেখছেন অনেকেই।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড মুখোমুখি হয়েছে মোট ১৪ বার। যেখানে অস্ট্রেলিয়া হেসেছে ৯টিতে। নিউ জিল্যান্ড জিতেছে বাকি ৫ ম্যাচে।
নিউজিল্যান্ড একাদশ :
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), টিম সেইফার্ট (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও ট্রেন্ট বোল্ট।
অস্ট্রেলিয়া একাদশ :
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
Discussion about this post