শিরোপা পুনরুদ্ধার করল আবাহনী লিমিটেড। শেখ জামাল ধানমন্ডি ক্লাবকেই হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলো মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগের শেষ রাউন্ডের ম্যাচে ৪ উইকেটে জিতল আবাহনী। ২৮৩ রানের টার্গেটে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পা রাখে তারা। সব মিলিয়ে ঢাকার শীর্ষ ক্লাব টুর্নামেন্টে ২২তম শিরোপা জিতল আবাহনী। ২০১৩-১৪ মৌসুমে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রিমিয়ার লিগে এটি তাদের পঞ্চম শিরোপা।
নাঈম শেখ ফাইনালে খেলেন ৬৮ রানের ইনিংস। ওপেনার এনামুল হক বিজয় করেন ৭২ রান। শেষ দিকে ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ হোসেন ধ্রুব।
এবারের লিগে ১৬ ম্যাচে ১০ ফিফটি ও ১ সেঞ্চুরিতে ৯৩২ রান করেন নাঈম। ২০১৮-১৯ মৌসুমে ৮০৭ রান করেছিলেন তিনি। এটি প্রিমিয়ার লিগের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। গত আসরে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে এনামুল করেন ১১৩৮ রান।
টস হেরে মিরপুরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২৮৫ রান তুলে শেখ জামাল। রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী। ব্যাট করতে নেমে ১৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে শেখ জামাল। তারপর ফজলে মাহমুদ রাব্বি-তাইবুর রহমান ৮১ রানের জুটি গড়েন। রাব্বি ৪০ রানে ফেরেন।
সোহান ৭০ বলে ৮৯ রানের ইনিংস খেলেন। জিয়াউর রহমান ১৩ বলে ২৮।
সংক্ষিপ্ত স্কোর-
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ৫০ ওভারে ২৮২/৭ (সাইফ ০, সৈকত ৮, রবিউল ৫, ফজলে ৪০, তাইবুর ৫৩, সোহান ৮৯, রসুল ৪২, জিয়াউর ২৯; তানভির ১০-১-৬৮-২, তানজিম ১০-০-৭৮-২, খুশদিল ৯-১-৩১-১, নাহিদুল ১০-০-৪০-০, মোসাদ্দেক ৫-১-১৮-০, সাইফ উদ্দিন ৫-০-২৫-১, এনামুল ১-০-১৯-০)
আবাহনী লিমিটেড: ৪৯.২ ওভারে ২৮৫/৬ (এনামুল ৭২, নাঈম ৬৮, জয় ৯, জাকের ২১, আফিফ ৬০, মোসাদ্দেক ২২, খুশদিল ৫, তানজিম ১২; শফিকুল ৬.২-০-৫৩-০, রসুল ১০-০-৫১-২, আরিফ ১০-০-৩৮-১, শহিফুল ৩-০-২৪-০, সাইফ ১০-০-৫৪-১, তাইবুর ৮-০-৩৭-২, জিয়াউর ১-০-১০-০, রবিউল ১-০-১০-০)
ফল: আবাহনী লিমিটেড ৪ উইকেটে জয়ী
Discussion about this post