ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাট-বল হাতে নিজেকে ঠিক খুঁজে পাচ্ছেন না সাকিব আল হাসান। তবে এ তারকা চেনা রূপে ফিরতে জোর চেষ্টায় চালাচ্ছেন। সোমবার জেমকন খুলনাকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে তুলতে তেমন কিছুই দেখান এ তারকা। কিন্তু এ টুর্নামেন্টের ফাইনালের আগেই জানা গেল দুঃসংবাদ। ব্যক্তিগত কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে সাকিবকে পাচ্ছে না খুলনা।
গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে খুলনা। ম্যাচ শেষে সোমবার রাতেই টিম হোটেল ছেড়ে যান সাকিব।
সাকিবের শ্বশুর মমতাজ উদ্দিন যুক্তরাষ্ট্রে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। এমন সময়ে সেখানে থাকা জরুরী সাকিবের। তাই তাকে ছাড়পত্র দিয়েছে খুলনা। ব্যাপারটি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল, ‘সাকিবকে আমরা ফাইনাল ম্যাচে পাচ্ছি না। সাকিবের শ্বশুরের শরীর খুবই খারাপ। ভীষণ অসুস্থ তিনি। এজন্য সাকিব আমেরিকা চলে যাচ্ছে। গতকাল ম্যাচের পর রাতেই হোটেল ছেড়েছে।’
জেমকন খুলনার টিম ম্যানেজার নাফিস ইকবাল এক ভিডিওবার্তায় বলেন,‘আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে। সাকিবের শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ এবং কালকে সাকিব এটা জানতে পেরেছে তিনি এখন ক্রিটিক্যাল অবস্থায় আছেন। যেহেতু পরিবার সবসময় সবার আগে এবং জেমকন খুলনা সবসময় এটাকে এগিয়ে রাখে। তাই আমাদের (জেমকন খুলনা) দিক থেকে কোনো সমস্যা ছিল। সাকিব কালকে রাত্রে হোটেল ছেড়েছে। আজকে ওর ফ্লাইট। আমাদের সবার দোয়া থাকবে সাকিব ও তার পরিবারের জন্য।’
এখন পর্যন্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনার জার্সিতে সাকিব খেলেছেন ৯ ম্যাচ। রান করেছেন মাত্র ১১০। আর উইকেট নিয়েছেন ৬টি। সব মিলিয়ে তার পারফরম্যান্সে খুশি নন সমর্থকরা। তবে তারা আশায় ছিলেন ফাইনালে স্বরূপে ফিরবেন এ অলরাউন্ডার। কিন্তু তার আগেই তারা পেলেন দুঃসংবাদ। শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারবেন না সাকিব।
Discussion about this post