শিরোপার সুবাস পেতে শুরু করেছে ঢাকা বিভাগ। শনিবার খুলনা বিভাগের বিপক্ষে শেষ ম্যাচের প্রথম দিনটা দারুণ কাটল তাদের। মাত্র ১৭৬ রান। সেটা করতে পারলেই ২০০৬ সালের পর ফের জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতবে ঢাকা বিভাগ। এ ম্যাচ থেকে ৫ পয়েন্ট চাই তাদের।
প্রথম দিন খুলনাকে অল আউট করে ৩ পয়েন্ট তুলে নিয়েছে তারা। খুলনাকে ১ম ইনিংসে ২৪৩ রানে থামিয়ে ১ উইকেটে ৭৫ রানে দিন শেষ করে ঢাকা ব্যাটিংয়ে ২ বোনাস পয়েন্ট লাভের দিকেও এগিয়ে যাচ্ছে। বাইলজ অনুযায়ী ২৫১ রান করলেই ২ ব্যাটিং পয়েন্ট।
হিসেব অনুযায়ী ১ ম্যাচ থেকে জয়ের পাশাপাশি ব্যাটিং-বোলিং বোনাসসহ সর্বোচ্চ ২৫ পয়েন্ট পাওয়া সম্ভব। এর মানে সবচেয়ে কাছে থাকা রাজশাহী শেষ ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে পুরো ২৫ পয়েন্ট পেলেও আর লাভ হবে না। শনিবার কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা মেট্রোকে ১২৬ রানে অল আউট করেছে রাজশাহী। এরপর নেমে ১ম ইনিংসে ১৩৯ রান করতেই হারিয়েছে ৭ উইকেট।
এদিকে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের আরেক ম্যাচে শনিবার ব্যাট হাতে জ্বলে উঠলেন সোহাগ গাজী। ফতুল্লার আউটার স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে বরিশালের এই ক্রিকেটার ৬৭ বলে করলেন ৮৭ রান। সোহাগ গাজীর আর তাতেই ১ম ইনিংসে তারা করে ২৮৯ রান। জবাবে রংপুর দিন শেষ করেছে ২ উইকেটে ৮৯ রানে।
শেষ পর্বের আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে প্রথম দিন শেষে ১৩৮ রানে এগিয়ে চট্টগ্রাম বিভাগ। বিকেএসপিতে চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে ২১৩ রানে অল আউট হয়। জবাবে দিন শেষে করে ৩ উইকেটে ৭৫ রান করেছে সিলেট।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা-ঢাকা বিভাগ
খুলনা ১ম ইনিংস : ২৪৩/১০ (ইমরুল ৩৯, তুষার ১৪, নাজিমউদ্দিন রিপন ৪৩, জিয়া ৮০, নাহিদ ১৯, রাজ্জাক ৩২; মাসুম ৩/৬৯, শুভগত হোম ২/৬, মোসাদ্দেক ১/৫)। ঢাকা বিভাগ ১ম ইনিংস : ৭৫/১ (মজিদ ৪২, রনি তালুকার ৩২ ব্যাটিং)।
ঢাকা মেট্রো-রাজশাহী বিভাগ
ঢাকা মেট্রো ১ম ইনিংস : ১২৬/১০ (মার্শাল ৩০, মেহরাব জুনিয়র ১৬, ইলিয়াস সানি ২০*, শহীদ ২২; দেলোয়ার ৫/৪১, ফরহাদ রেজা ২/১৯)। রাজশাহী বিভাগ ১ম ইনিংস : ১৩৯/৭ (সাব্বির ৬৪, মুশফিক ২২, ফরহাদ রেজা ১২; শহীদ ৩/২৪, আবু বকর ২/৮)।
বরিশাল-রংপুর বিভাগ
বরিশাল ১ম ইনিংস : ২৮৯/১০ (ফজলে রাব্বি ২৪, নুরুজ্জামান ৪১, সোহাগ ৮৭, শাহীন ৪৫, কামরুল ৫২; সাজেদুল ২/২২, মাহমুদুল ২/৬৭, সোহরাওয়ার্দী শুভ ৩/৭৪, তানভির ২/৫৯)। রংপুর ১ম ইনিংস : ৮৯/২ (তারিক ২৬, আশীষ ২২, নাসির ২৭ ব্যাটিং;)।
সিলেট-চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম ১ম ইনিংস : ২১৩/১০, (মামুন ৪০, ইয়াসির ২৭, মমিনুল ৩৫, সাইফুদ্দিন ৬৪; নাজমুল ২/১০, এনামুল জুনিয়র ৩/৬৮, সাদিকুর ৩/৩৪)। সিলেট ১ম ইনিংস : ৭৫/৩ (শাহনাজ ১৫, এনামুল জুনিয়র ১৫ ব্যাটিং, অলক কাপালি ২৮)।
Discussion about this post