কাগুজে ফেভারিটদের টেক্কা দিয়ে এবার সবার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সেরা চারে জায়গা করে নিয়েছে তারা। কিন্তু সেই লড়াইয়ের আগে চট্টগ্রাম পর্বের নিজেদের শেষ ম্যাচে হারল খুলনা টাইটান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মঙ্গলবার ৯ উইকেটে হারের ক্ষত ঢাকায় সারিয়ে তুলতে চায় দলটি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আশাবাদী ঢাকায় শেষ পর্বে জয়ের ধারায় ফিরবে তার দল।
ঢাকায় ফিরে খুলনার প্রথম ম্যাচ ৩ ডিসেম্বর রংপুর রাইডার্সের বিপক্ষে। এনিয়ে রিয়াদ জানালেন, ‘সবার আগে আমরা সেরা চার নিশ্চিত করেছি। এটি অবশ্যই ভালো খবর। তবে আমাদের দৃষ্টি শিরোপায়। নতুন করে আমাদের পরিকল্পনা করতে হবে। ভুলগুলো নিয়ে কাজ করতে হবে। আশা করি ঢাকায় নিজেদের নতুন করে তুলে ধরতে পারবো।’
খুলনার অর্জন ১৩ পয়েন্ট। কুমিল্লার কাছে হেরে গেলেও শীর্ষস্থান হারাতে হয়নি। এ অবস্থায় নিজেদের টপ অর্ডারের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘টপ অর্ডার থেকে শুরু করে লোয়ার অর্ডার, সব জায়গাতেই ব্যাটসম্যানরা খারাপ করেছে। সমস্যাগুলো বের করে দেখতে হবে। টুর্নামেন্টের শেষের দিকে আমরা। এই মুহূর্তের ভুলগুলো আমাদের শিরোপার স্বপ্নটা নষ্ট করে দিতে পারে। এ জন্য আমরা সজাগ আছি।’
তবে অতীত নিয়ে না ভেবে সামনেই চোখ রাখছেন রিয়াদ। ঢাকায় ফেরার বিমানে উঠেছেন বিকেলে। বৃহস্পতিবার থেকে শুরু অনুশীলন। ভুলগুলো চটজলদি সামলে নিয়ে ট্রফিতেই এখন চোখ তাদের। ট্রফি চাই রিয়াদের খুলনার।
Discussion about this post