আগের ম্যাচে হারের ধাক্কা বেশ সামলে উঠল ভারত। বুধবার কানপুরে তৃতীয় ওয়ানডে ম্যাচে ভারতের সামনে লক্ষ্য ছিল ২৬৩ রান। তাতে ২৩ বল বাকি থাকতে ৫ উইকেটের সহজ জয়ে ওয়ানডে সিরিজ
কানপুরে সিরিজ জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় ভূমিকা ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের। ৯৫ বলে ২০ বাউন্ডারিতে তিনি করেন ১১৯ রান।
সকালে আগে ব্যাট করতে নেমে স্যামুয়েলস ও কিরন পাওয়েলের দ্বিতীয় উইকেট জুটিতে ১১৭ রান ওয়েস্ট ইন্ডিজকে বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছিল। যদিও তা হয়নি।
সংক্ষিপ্ত স্কোর-
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৬৩/৫ (পাওয়েল ৭০, স্যামুয়েলস ৭১, ড্যারেন ব্রাভো ৫১*, ড্যারেন স্যামি ৩৭*; অশ্বিন ২/৪৫)
ভারত: ৪৬.১ ওভারে ২৬৬/৫ (ধাওয়ান ১১৯, যুবরাজ ৫৫, রায়না ৩৪, ধোনি ২৩*; রামপল ২/৫৫, ডোয়াইন ব্রাভো ২/৫৭, নারায়ণ ১/৩২)
ফল : ভারত ৫ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচ সিরিজে ভারত ২-১-এ জয়ী।
ম্যাচসেরা : শিখর ধাওয়ান
সিরিজসেরা : বিরাট কোহলি
Discussion about this post