শাস্তির মুখোমুখি হতে হচ্ছে তামিম ইকবালকে। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে দুর্দান্ত জয়ে তার দল পয়েন্ট তালীকার শীর্ষে উঠলেও মনটা খারাপই হল এই ব্যাটসম্যানের। কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক স্পোর্টসম্যানশিপের দারুণ নজির রাখার ম্যাচে শাস্তিও পেলেন তামিম ইকবাল। ধীরগতির ওভার রেটের কারণে জরিমানা গুনতে হচ্ছে কুমিল্লা অধিনায়ক ও তার সতীর্থদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার রাতে নির্ধারিত সময়ে দুই ওভারের ঘাটতি ছিল তামিমদের।এ কারণে অধিনায়ক হওয়ায় ম্যাচ ফির ৪০ শতাংশ কাটা গেল তামিমের। দলের বাকিদের ম্যাচ ফির ২০শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে মাঠের আম্পায়ারদের অভিযোগ মেনে নিয়েছেন তামিম। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষেই মন্থর ওভার রেটের কারণে জরিমানা হয় মাশরাফি বিন মুর্তজা ও রংপুর রাইডার্সের। এর আগে একই জন্য জরিমানা গুণতে হয় নাসির হোসেন ও সিলেট সিক্সার্সকে।
Discussion about this post