ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শারমিন আক্তার সুপ্তার দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রের মেয়েদের উড়িয়ে দিল বাংলাদেশ। নারীদের ওয়ানডে ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম সেঞ্চুরি! যদিও এটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ নয়!
তার পথ ধরে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয় ২৭০ রানে।
হারারের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে মঙ্গলবার ৫০ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ৩২২ রান। ১৩০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শারমিন।
রান তাড়ায় যুক্তরাষ্ট গুটিয়ে যায় স্রেফ ৫৩ রানে।
শারমিন ও দলের এই অর্জনগুলি অবশ্য আন্তর্জাতিক রেকর্ডে বিবেচিত হবে না। এটি ‘লিস্ট এ’ ম্যাচ, আন্তর্জাতিক ওয়ানডে নয়।
টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন শারমিন ও মুর্শিদা খাতুন। ১৬ ওভারে দুজন তুলে ফেলেন ৯৬ রান। পরে জুটি ভাঙে মুর্শিদার বিদায়ে। স্টাইলিশ এই বাঁহাতি বিদায় নেন ৫৬ বলে ৪৭ রান করে।
রানের গতি আরও বাড়ে পরের জুটিতে। নিগার সুলতানা গিয়েই দারুণ সব শট খেলতে থাকেন। তবে বাংলাদেশ অধিনায়কের সম্ভাবনাময় ইনিংসটি (২৬ বলে ৩৩)।
তৃতীয় উইকেটে ১৩৭ রানের দুর্দান্ত জুটি গড়েন শারমিন ও ফারজানা হক। এক পর্যায়ে শারমিন সেঞ্চুরি স্পর্শ করেন ১১৬ বলে।
৬২ বলে ৬৭ রান করে ফারজানার বিদায়ে শেষ পর্যন্ত ভাঙে এই জুটি। তবে শারমিনকে থামানো যায়নি। ৫০ ওভার খেলে মাথা উঁচু করেই ফেরেন তিনি অপরাজিত থেকে। তার ১৪১ বলের ইনিংসে চার ১১টি।
শেষ দিকে লতা মণ্ডল খেলেন ১০ বলে ১৭ রানের ক্যামিও।
এই রান তাড়ার সামর্থ্য আমেরিকান মেয়েদের ছিল না। নিজেদের ছাড়িয়ে যেতে তারা পারেওনি। শুরুতে অবশ্য উইকেট কিছুটা ধরে রাখতে পারে তারা। প্রথম ৮ ওভারে রান ১৫ হলেও উইকেট হারায় তারা কেবল ১টি। তবে পরে বাংলাদেশের স্পিন আক্রমণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ইনিংস।
অভিজ্ঞ সালমা খাতুন ১০ ওভারের ৫টিই নেন মেডেন। সালমার মতো রুমানা আহমেদ ও ফাহিমা খাতুনও নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৫ (মুর্শিদা ৭৪, শারমিন ১৩০*, নিগার ৩৩, ফারজানা ৬৭, রুমানা ৪, রিতু ২, লতা ১৭*; মোকশা ২/৬৪)।
যুক্তরাষ্ট্র: ৩০.৩ ওভারে ৫৩ (নরিস ১৬, শ্রীহর্ষ ১৫; সালমা ১০-৫-১০-২, নাহিদা ৬-২-১১-০, ফাহিমা ২.৩-১-৫-২, রুমানা ৭-২-১১-২, জাহানারা ৪-০-১৫-১, রিতু ১-১-০-০)।
ফল: বাংলাদেশ ২৬৯ রানে জয়ী
মাচসেরা : শারমিন আক্তার
Discussion about this post