ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নাটকীয়তা ছড়ানো এক ম্যাচ। যেখানে একবার মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিততে যাচ্ছে আফগানিস্তান। আবার ভারতও এগিয়ে যাচ্ছিল। বারবার দুলতে থাকা এই ম্যাচে শেষ অব্দি নাটকীয় জয় তুলে নিয়েছে ভারত। শেষ ওভারে মোহাম্মদ নবিকে আউট করে দৃশ্যপট পাল্টে দিলেন মোহাম্মদ শামি। তুলে নিয়েছেন হ্যাটট্রিক।
শনিবার সাউথ্যাম্পটনের রোজ বৌলে ১১ রানে জিতেছে বিরাট কোহলির দল। ২২৫ রানের লক্ষ্য তাড়ায় ২১৩ রানে আটকে যায় আফগানরা।
অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিলেও আফগানিস্তান ঠিকই কাঁপাল টিম ইন্ডিয়াকে। ভারতের সঙ্গে বেশ লড়ল আফগানরা। তবে শেষে এসে অভিজ্ঞতারই জয় হলো।
স্লো পিচে এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু এমন উইকেটে শুরুতে ব্যাট করা সহজ ছিল না। মাত্র ৭ রানে ফেরেন ইনফর্ম রোহিত শর্মা। তারপর উইকেট পতন চলেছেই। মাঝে অধিনায়ক বিরাট কোহলি দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন। কোহলি ৬৭ রান করে আউট হতেই আর কেউ লড়তে পারলেন না।
মহেন্দ্র সিয় ধোনি ৫২টি বল খেলে মাত্র ২৮ রান করেন। এ অবস্থায় ৬৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন কেদার যাদব। তাতেই ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ২২৪ রান তুলে ভারত। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন নবি। আরেক অফ স্পিনার মুজিব ১ উইকেট নেন ২৬ রানে। আগের ম্যাচের খরুচে (৯ ওভারে ১১০) বোলিংয়ের দুঃস্বপ্ন ভুলে রশিদ ৩৮ রানে শিকার করেন ১ উইকেট।
জবাবে নেমে শুরুতে পথ হারায় আফগানিস্তানেরও। তবে একা মোহাম্মদ নবি ঠান্ডা মাথার ইখেলে ম্যাচটা জমিয়ে তুলেন। তার ব্যাটেই লেখা হতে যাচ্ছিল আফগান রূপকথা। কিন্তু না শেষপর্যন্ত জাসপ্রিত বুমরাহ আর শামির বোলিংয়ে তারা কাবু।
হ্যাটট্রিক তুলে নেন শামি। দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক এই পেসার। ৫২ রানের লড়াকু ইনিংস খেলা নবিকে ফেরান তিনিই। ম্যাচসেরা বুমরাহ।
সংক্ষিপ্ত স্কোর:-
ভারত: ৫০ ওভারে ২২৪/৮ (রাহুল ৩০, রোহিত ১, কোহলি ৬৭, শঙ্কর ২৯, ধোনি ২৮, কেদার ৫২, পান্ডিয়া ৭, সামি ১, কুলদীপ ১*, বুমরাহ ১*; মুজিব ১০-০-২৬-১, আফতাব ৭-১-৫৪-১, গুলবাদিন ৯-০-৫১-২, নবি ৯-০-৩৩-২, রশিদ ১০-০-৩৮-১, রহমত ৫-০-২২-১)
আফগানিস্তান: ৪৯.৫ ওভারে ২১৩ (জাজাই ১০, নাইব ২৭, রহমত ৩৬, শাহিদি ২১, আফগান ৮, নবি ৫২, নাজিবউল্লাহ ২১, রশিদ ১৪, ইকরাম ৭*, আফতাব ০, মুজিব ০; শামি ৯.৫-১-৪০-৪, বুমরাহ ১০-১-৩৯-২, চেহেল ১০-০-৩৬-২, পান্ডিয়া ১০-১-৫১-২, কুলদীপ ১০-০-৩৯-০)
ফল: ভারত ১১ রানে জয়ী
ম্যাচসেরা: জাসপ্রিত বুমরাহ
Discussion about this post