কিছুদিন আগেই ওয়াসিম জানিয়ে দেন প্রেমে পড়েছেন তিনি। জানিয়ে দেন ফের বিয়ের পিঁড়িতে বসছেন। কিন্তু পাত্রীর নামটা শুনে চমকে গিয়েছিলেন সবাই। সোনালি চুলের অস্ট্রেলিয়ান শানিয়েরা থম্পসন। গোপনে তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ওয়াসিম। গত সপ্তাহে এ প্রেমেরই সফল পরিণতি হল। পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার আজ জানালেন, ‘গত সপ্তাহে শানিয়েরাকে বিয়ে করেছি আমি। ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে তাকে ঘরে তুলেছি। স্ত্রী-সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু হল আমার।’
৩০ বছর বয়সী অজি তরুণী থম্পসন মেলবোর্নের একটি কোম্পানিতে পাবলিক রিলেশন বিভাগে কাজ করতেন। ৪৭ বছর বয়সী আকরামের সঙ্গে তার পরিচয় ২০১১ সালে মেলবোর্নেই। সেটাই ক্রমে দু’জনের ভালোলাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে।
২০০৯ সালে আগের স্ত্রী হুমায়রা চলে যান না ফেরার দেশে। ক্যানসারের কাছে হার মানেন। প্রেম করেই ডাক্তার হুমাকে বিয়ে করেছিলেন ওয়াসিম আকরাম। তাদের দাম্পত্য জীবন ছিল ১৫ বছরের। হুমায়রা-আকরামের দুই ছেলে তৈমুর (১৮) এবং আকবর (১৩)। দু’জনই করাচিতে পড়াশোনা করছে। হুমায়রার মৃত্যুর পর আকরাম লাহোর থেকে করাচিতে চলে আসেন। আকরাম জানান, ‘হুমায়রা মারা যাওয়ার পর আমি কখনই ভাবিনি আবার বিয়ে করব। দুই ছেলেকে নিয়েই আমার সময় কাটছিল। কিন্তু হঠাৎ করেই ফের প্রেমে পড়ি আমি। হয়তো এটা ভাগ্যদেবীরই ইশারা ছিল। কিন্তু আমি সুখী। আমার সন্তানরাও নতুন মাকে আপন করে নিয়েছে।’
হুমায়রার মৃত্যুর পর আরও দু’জনের সঙ্গে আকরামের প্রেমের খবর বেরিয়েছিল। তারা হলেন বলিউড নায়িকা সুস্মিতা সেন ও ২৩ বছর বয়সী পাকিস্তানের মডেল ও নায়িকা হুমাইমা মালিক। সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে আকরাম বলেছিলেন, তাদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের। তবে মালিকের সঙ্গে ডেটিংয়ের খবর স্বীকার করেননি সাবেক পাকিস্তান অধিনায়ক।
শানিয়েরাও পুরোপুরি পাকিস্তানি হয়ে উঠতে চাইছেন। এরই মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। উর্দু ভাষাটাও মন দিয়ে শিখছেন।
Discussion about this post