দুঃসময় চলছে বাংলাদেশ ক্রিকেটের। বিশ্বকাপ থেকে পতনের শুরু। সংযুক্ত আরব আমিরাতে টানা ৫ ম্যাচ হার। এরপর দেশের মাঠে পাকিস্তানের বিপক্ষেও একই গল্প। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচের বাজে পারফরম্যান্সে বাদ পড়লেন ওপেনার সাইফ হাসান।
দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নেই একাদশে। এরমধ্যে অভিষেক হলো পেস বোলিং অলরাউন্ডার শহিদুল ইসলামের। দলে ফিরলেন মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
সোমবারের এই ম্যাচের আগেই সিরিজ হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওপেনার সাইফ হাসানের পরিবর্তে পারভেজ হোসেন ইমন ডাক পেলেও একাদশে জায়গা পাননি। সুযোগ হয়নি কামরুল ইসলাম রাব্বির।
এদিকে টানা দুই জয়ে সিরিজ জেতা পাকিস্তান দলে অভিষেক হলো পেসার শাহনওয়াজ দাহানির। দলে ফিরছেন কিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, ব্যাটসম্যান ইফতেখার আহমেদ ও লেগ স্পিনার উসমান কাদির। একমাত্র পুত্রের অসুস্থতায় দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শোয়েব মালিক। তিনি সংগতভাবেই নেই দলে।
দুই দলের একাদশ-
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), সরফরাজ আহমেদ, ইফতেখার আহমেদ, হায়দার আলি, হারিস রউফ, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, শাহনওয়াজ দাহানি।
Discussion about this post