যাকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে সেই লিটন দাস, আপাতত টিকেই গেলেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে আছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। মঙ্গলবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস ভাগ্য থাকল তামিম ইকবালের পক্ষে। এবারও তিনি শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দলে রেখেছেন দুটি পরিবর্তন।
আগের ম্যাচে বোলিংয়ে তেমন কিছু করতে পারেন নি তাসকিন আহমেদ। জায়গা হারিয়েছেন এই পেসার। তার জায়গায় অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। এরই মধ্যে দেশের হয়ে টেস্ট ও টি-টুয়েন্টি খেলেছেন এই বাঁহাতি পেসার। বাংলাদেশের ১৩৬তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে এবার অভিষেক হলো।
মোহাম্মদ মিঠুনও ছিলেন চাপে। প্রথম ওয়ানডেতে বাজে শট খেলে আউট। একাদশে জায়গা হারালেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। সুযোগ পেয়ে গেলেন আরেক ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন। ২০১৯ সালের জুলাইয়ের পর ফের জাতীয় দলে তিনি। সবশেষ বার এই শ্রীলঙ্কার বিপক্ষেই খেলেন মোসাদ্দেক।
এদিকে অপরিবর্তত শ্রীলঙ্কা দল। বাংলাদেশ দল দুটি পরিবর্তন আনলেও একই একাদশ নিয়ে মাঠে নামল সফরকারীরা।
মঙ্গলবার মিরপুরে এই ম্যাচে জিতলেই সিরিজ জয়ের সঙ্গে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে উন্নতি হবে টাইগারদের। ৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। এই ম্যাচ জিতলেই অস্ট্রেলিয়া-পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে দল উঠে যাবে শীর্ষে।
দুই দলের একাদশ-
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা: কুসল পেরেরা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ভানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, দুশমন্থ চামিরা, লাকসান সান্দাকান।
Discussion about this post