শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা মনে রাখার মতোই হলো বাংলাদেশের। বুধবার প্রথম দিনে টস জিতে ব্যাট করতে নেমে দল তুলেছে ২ উইকেটে ৩০২ রান। সব সমালোচনা পেছনে ফেলে নাজমুল হোসেন শান্ত অপরাজিত ২৮৮ বলে ১২৬ রানে। তামিম ইকবালের ব্যাটে ৯০। হাফসেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হকও।
দিন শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুখোমুখি হলেন শান্ত। যেখানে জানালেন কেন শতরান করে উদযাপন করেন নি। চলুন দেখে নেই কী বললেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান।
এই টেস্টে ফলাফল কতটা সম্ভব?
দেখেন কেবল প্রথম দিনের খেলা হইছে। এখন ফলাফলের ব্যাপারটা চিন্তা না করাটাই ভালো। আমরা যেহেতু ভালো অবস্থায় আছি। আমরা যত লম্বা ব্যাটিং করতে পারব ততই আমরা ম্যাচে এগিয়ে থাকব। এটাই চিন্তা আমরা যত লম্বা ব্যাটিং করতে পারি।
ব্যাট করতে গিয়ে মনে কাজ করছিল?
আমার কাছে মনে হয় যে নিজেকে প্রমাণ করার কিছু নাই। আমার বিশ্বাস ছিল আমি রান করতে পারব। কারণ শেষ পাঁচ-ছয় মাস অনেক পরিশ্রম করেছি। হ্য্যাঁ, রেজাল্ট আসেনি। কিন্তু ওই বিশ্বাসটা ছিল যে বড় রান করতে পারবো। এখানে প্রমাণের কিছু নেই।
স্কোরবোর্ডে কত জমা করতে চাইছেন…
আমি যেটা বললাম উইকেটের অবস্থা এখন ভালো। কালকে প্রথম সেশন গুরুত্বপূর্ণ। ওই সেশন যদি আমরা ভালো ব্যাট করতে পারি। তখন বোঝা যাবে কত রান আমাদের ম্যাচ জেতার জন্য দরকার। আমার কাছে মনে হয় কাল প্রথম সেশনটা ভালো ব্যাট করাটা গুরুত্বপূর্ণ ।
তামিমের সঙ্গে উইকেটে কী কথা হতো..
তামিম ভাই খুব ভালো ব্যাট করছিল। ওটা আমাকে হেল্প করছি। উনি কুইক রান করছিল। তাই আমি টাইম নিতে পেরেছি এই জন্য। সারাদিনে আমি অমন কিছু চিন্তা করি নাই। আমি শুধু চিন্তা করেছি বল দেখব, খেলব। আমি বলের ম্যারিট অনুযায়ী খেলার চেষ্টা করেছি। ইনিংসটা খুব গোছানো ছিল, তাড়াহুড়ো করি নাই। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল।
আমি যখন উইকেটে গেছি তামিম ভাই একটা কথা বলছিল উইকেট ভালো। ওই অনুযায়ী ব্যাটিং করো। ওটাই মাথায় ছিল। বল দেখছি, খেলছি। উইকেট নিয়ে বেশি চিন্তা করি নাই। যদিও নতুন বলে একটু সুইং করতেছিল। কিন্তু ইতিবাচক ছিলাম, ওটাই কাজে দিয়েছে।
সেঞ্চুরি উদযাপন করলেন না যে, উইকেট কেমন ছিল?
আমার কাছে মনে হয় আমাদের দেশের চেয়ে অনেক ভালো উইকেট। ম্যাক্সিমাম উইকেটই বোলিং, মাঝেমধ্যে পাই দেশে। নতুন বলে একটু কঠিন। সবকিছু মিলিয়ে চিন্তা করলে ভালো।
আমি যেটা বললাম আমার বিশ্বাস ছিল আমি বড় রান করতে পারি। খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নাই। কালকে আবার ব্যাটিং আছে। যত লম্বা ব্যাটিং করা যায়। বা সামনে আরও ম্যাচ খেলবো যদি সুযোগ আসে। তাই এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নাই।
আপনার ব্যাটিং নিয়ে সমালোচনা হয়েছে অনেক। এবার রান পেলেন…
সত্যি বলতে আমাকে নিয়ে কী হয়েছে খুব একটা দেখিনি। হ্যাঁ শুনেছি, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি মেম্বারদের কাছে শুনেছি যে এরকম হচ্ছে। আমার কাছে মনে হয় সবাই আমার কাছে অনেক আশা করে। আমি হয়তো ভালো করতে পারি। এই জন্য হয়তো মানুষ এগুলো করে ভালো খেলার আশায়।
Discussion about this post