ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সত্যিকার অর্থের স্বপ্নের মতো এক বিদায়! ক্যারিয়ারের শেষ টেস্টে শতরান তুলে ব্যাট তুলে রাখছেন অ্যালিস্টার কুক। ক্যারিয়ারের প্রথম টেস্টে পেয়েছিলেন সেঞ্চুরি। শেষটাতেও একইভাবে পেলেন শতক। যন শিল্পী নিজ হাতে রাঙালেন তার শুরু আর শেষের কাব্য! ১৪৭ রান করে শেষ পর্যন্ত সাজঘরের পথ ধরেন কুক।
সোমবার বিদায় টেস্টে ভারতের বিপক্ষে শতরান পেলেন কুক। কাকতলীয় হলেও সত্য ক্যারিয়ারের প্রথম টেস্টে ২০০৬ সালে এই ভারতের বিপক্ষেই সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন তিনি। যে অর্জন সুদীর্ঘ টেস্ট ইতিহাসে আছে শুধু মাত্র চার জনের!
সোমবার ওভাল টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৭০তম ওভারের শতক তুলে নেন কুক। এটি ইংল্যান্ডের এই ব্যাটসম্যানের ৩৩তম সেঞ্চুরি। অথচ এর আগে রানই পাচ্ছিলেন না কুক। যে কারণে ৩৪ বছর বয়সী এই ব্যাটসম্যান সরে দাঁড়ানোর ঘোষণটা দেন। কে জানে ফর্মে ফিরে এখন আক্ষেপ হচ্ছে কীনা তার!
অাগের দিনের ৪৬ রান নিয়ে শুরু করে কুক খেলে যান সাবলীল ভাবে। পেয়ে যান শতক। দেশের পক্ষে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। টেস্টে ১২ হাজার রান পেরিয়ে গেছেন তিনি। সর্বকালের সেরা টেস্ট রান সংগ্রাহকের পাঁচ নম্বরে তিনি।
কুকের আগে চারজনের আছে অভিষেক ও বিদায়ী টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। তারা হলেন- অস্ট্রেলিয়ার রেগি ডাফ (১৯০২-১৯০৫), বিল পন্সফোর্ড (১৯২৪-১৯৩৪), গ্রেগ চ্যাপেল (১৯৭০-১৯৮৪) ও ভারতের মোহাম্মদ আজহারউদ্দীন (১৯৮৪-২০০০)। এবার যোগ হল ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের নাম।
টেস্ট ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কুকের ওপরে এখন আছেন শুধুই শচীন টেন্ডুলকার ১৫৯২১), রিকি পন্টিং (১৩৩৭৮), জ্যাক ক্যালিস (১৩২৮৯) এবং রাহুল দ্রাবিড় (১৩২৮৮)।
Discussion about this post