ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আবারো জাতীয় দলে ফেরার লড়াই শুরু করেছেন এনামুল হক জুনিয়ের। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) এবার শতরানে রাঙালেন। মঙ্গলবার বিসিএলের ষষ্ঠ ও শেষ রাউন্ডে সেঞ্চুরি করলেন এনামুল হক। তার সঙ্গে শতক হাঁকালেন আল আমিন জুনিয়র। তারই পথ ধরে উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের পথে দক্ষিণাঞ্চল।
মঙ্গলবার চারদিনের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে দক্ষিণাঞ্চলে ৫ উইকেটে তুলেছে ৪০৭ রান। এনামুল ১৫৫ রানে বুধবার ব্যাট করতে নামবেন। উত্তরাঞ্চল ১ম ইনিংসে তুলে ২৯৩ রান। দক্ষিণাঞ্চল ১১৪ রানের লিড নিয়েছে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১ উইকেটে ২১ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণাঞ্চল। ফজলে মাহমুদ রাব্বি শুরুতেই আউট। এরপর প্রতিরোধ গড়েন এনামুল ও আল আমিন জুনিয়র। ১০৪ বলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন আল আমিন। ১১৯ বলে ১১০ রান তুলে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
মেহেদি হাসান ৭৬ বলে ৮৪ রান। আর ১৭তম সেঞ্চুরি করেন এনামুল। সব ঠিক থাকলে বুধবার পেয়ে যেতে পারেন ডাবল সেঞ্চুরি। আর সেটা করতে পারলে জাতীয় দলে ফেরার দাবীটাও জোরালো হবে তার।
সংক্ষিপ্ত স্কোর-
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩/১০
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৯৫.২ ওভারে ৪০৭/৫ (এনামুল ১৫৫*, মাহমুদ ৯, রকিবুল ৯, আল আমিন জুনিয়র ১১০, মেহেদি ৮৪, নাহিদুল ২৬; ইবাদত ২/৫৯, সানজামুল ২/১১৮, নাঈম ০/৬১, জিয়া ০/২০, সাকলাইন ১/১২০)
Discussion about this post