পুরো ক্যারিয়ারটাই সামনে পড়ে আছে! বলা হচ্ছে তিনি দক্ষিণ আফ্রিকার সেরা প্রতিভাদের একজন। কুইন্টন ডি কক তার প্রমানও রাখছেন। এইতো শনিবার কিংবদন্তি শচীন টেন্ডুলকারের একটি রেকর্ডে ভাগ বসালেন।
রাজকোটের ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ১০৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ডি কক। ৫০তম ওয়ানডেতে ম্যাচ খেলতে নামা এই ব্যাটসম্যানের এটি সপ্তম ওয়ানডে সেঞ্চুরি।
এর চারটিই করেছেন ভারতের বিপক্ষে। খেলেছেন মাত্র ৭ ইনিংস। বিস্ময়কর! তাতেই স্পর্শ করেছেন কোনো এক দলের বিপক্ষে সবচেয়ে কম ইনিংসে ৪ শতরানের রেকর্ড। এই রেকর্ড আগে ছিল শচীনের। কেনিয়ার বিপক্ষে ৭ ইনিংসে চার সেঞ্চুরি ছিল তার।
অবশ্য দ্রুততম ৭ সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গা হয়নি ককের। ৪১ ইনিংসে ৭ সেঞ্চুরির বিশ্বরেকর্ড তার স্বদেশী হাশিম আমলার।
Discussion about this post