বাঙালি বরাবরই অতিথি পরায়ন। এনিয়ে আমাদের খ্যাতি দীর্ঘদিনের। অতিথিদের মন রক্ষায় কতো কি যে করে এদেশের মানুষ। তাইতো এখন ব্যস্ত সবাই!
২৪ ঘন্টারও কম সময়ের জন্য এখন ঢাকা সফরে শচীন টেন্ডুলকার। বন্ধু লুৎফর রহমান বাদলের আমন্ত্রনে এই সফরে এসেছেন ভারতীয় এ ক্রিকেট কিংবদন্তি। গাজী ট্যাংক ক্রিকেটার্স যেটি নাম বদলে এখন হয়েছে ‘লিজেন্ডস অব রুপগঞ্জ’-তারই লগো আর জার্সি উন্মোচন করবেন বিশ্ব ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সবগুলো রেকর্ডের মালিক। মঙ্গলবার এই অনুষ্ঠান।
এরই ফাঁকে রসনা বিলাসেও মাতবেন শচীন। এই লিজেন্ডের জন্য আলাদা করে খাবার মেনু্ করেছে ৫ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল। সেখানেই মধ্যাহ্নভোজ সারবেন এই সাবেক তারকা ক্রিকেটার।
তবে জ্বিভে জল আনা ইলিশ মাছ আসছে বন্ধুর বাড়ি থেকে। লুৎফর রহমান বাদলের নিজের বাসা থেকে রান্না করে আনা হয়েছে ইলিশ। এনিয়ে লিজেন্ডস অব রুপগঞ্জের স্বত্বাধিকারি একটি সংবাদপত্রকে বলেছেন- ‘ইলিশ শচীনের খুব পছন্দ। ওর জন্য ইলিশের পদ আমি বাসা থেকেই রান্না করিয়ে আনছি।’
মঙ্গলবার রাতেই ঢাকা ছেড়েছেন শচীন।
Discussion about this post