ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট আয়োজন করতে চেয়েছিল কলকাতার ইডেন গার্ডেন। ওই মহাতারকা শহর মুম্বাইয়ের কাছে হেরে গেছে কলকাতা। তারপরও ১৯৯তম টেস্টে তাকে জমকালো সংবর্ধনা দিতে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল।
জানা গেছে, ইডেনে প্রায় ৭০ হাজার দর্শকের গর্জনের সঙ্গে বড় পর্দায় ভেসে উঠবে শচীনের ক্রিকেটজীবনের স্মরণীয় মুহূর্তগুলোর চলমান কোলাজ। স্টার স্পোর্টসের তৈরি ওই কোলাজ চলার সময় হাজারো ওয়াটের সাউন্ড সিস্টেমে বাজবে আবেগঘন সংগীত। লিটিল মাস্টারকে সঙ্গ দেবেন আমন্ত্রিত অতিথিরা। ক্রিকেটব্যক্তিত্বরা তো থাকবেনই, এমনকি বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খানদেরও দেখা যেতে পারে।
প্রথম দিনের টিকেটে বিশিষ্ট শিল্পী যোগেন চৌধুরীর আঁকা শচীনের প্রতিকৃতি ও স্বাক্ষর ছাপা হবে। দ্বিতীয় দিনের টিকেটে থাকবে শততম সেঞ্চুরির মুহূর্ত। তৃতীয় দিন দর্শকরা পাবেন ইডেনে শচীনের ১৭৬ রানের ইনিংসের একটি মুহূর্তের ছবি। অন্য দু’দিন থাকবে অন্য দুই টেস্টের স্মরণীয় মুহূর্তের ছবি।
এই কিংবদন্তিকে স্মারক উপহারগুলো দেওয়া হবে, তাতেও অভিনবত্ব আনার চেষ্টা চলছে। তাকে একটি গাছের প্রতিকৃতি দেওয়ার পরিকল্পনা আছে, যাতে ১৯৯টি ফল থাকবে। ফলগুলো দেখতে হবে লাল ক্রিকেট বলের মতো। ধারণা করা হচ্ছে, শচীন ক্রিকেটের এক বটবৃক্ষ এবং ১৯৯টি টেস্ট তার ফল।
৬ নভেম্বর ইডেনে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ কলকাতা টেস্ট। এরপর মুম্বাই টেস্ট খেলে ক্রিকেটকে গুডবাই বলবেন শচীন রমেশ টেন্ডুলকার।
Discussion about this post