ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটা সময় মনে হয়েছিল শচীন টেন্ডুলকারের রেকর্ড বুঝি আর কেউ ভাঙতেই পারবে না! নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এই কিংবদন্তি। কিন্তু হিসাবের ছক উল্টে দিচ্ছেন একজন। তিনি বিরাট কোহলি। যিনি শচীনের আরও একটি রেকর্ড পেছনে ফেললেন!
ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড এখন বিরাট কোহলির। আগের রেকর্ডটি ছিল শচীন টেন্ডুলকারের। তিনি ১২ হাজার রান করেন ৩০০তম ইনিংসে। তার অনেক আগেই এই মাইলফলকে বিরাট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বুধবার কোহলি খেলতে নামেন নিজের ২৪২তম ইনিংস।
ক্যানবেরায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে ১২তম ওভারের প্রথম বলে মাইলফলকটা ছুঁয়ে ফেলেন কোহলি। ভারত অধিনায়ক পা রাখলেন নতুন উচ্চতায়। বিস্ময়কর হলেও শচীনের চেয়ে ৫৮ ইনিংস কম খেলেই ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলকে পৌঁছে গড়েন নতুন রেকর্ড।
এই রেকর্ডরে দিনে হতাশও হয়েছেন কোহলি। ক্যারিয়ারে প্রথমবারের মতো অনাকাংখিত রেকর্ডও গড়লেন।
২০২০ সালে এটিই ছিল কোহলির শেষ ওয়ানডে। এই বছরে ৯টি ওয়ানডে খেলে কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। ওয়ানডে ক্যারিয়ারে ৪৩টি সেঞ্চুরি করা কোহলি ক্যারিয়ারে প্রথমবার ওয়ানডেতে সেঞ্চুরির না পেয়ে কোনো বছর শেষ করলেন!
২০০৮ সালে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক। তারপর শতরান পেয়েছেন প্রতিটি বছরই। কিন্তু এবার হলো না!
সেটা না হলেও কোহলি দ্রুততম ১২ হাজার রানের রেকর্ড গড়লেন। ওয়ানডে ইতিহাসে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১২ হাজারি ক্লাবে প্রবেশ করলেন কোহলি। শচীন ছাড়া কোহলির আগে এই ক্লাবে পা রেখেছেন চার ব্যাটসম্যান হলেন কিংবদন্তি অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ও শ্রীলঙ্কার তিন কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, সনৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে।
১২ হাজার ব্যাটসম্যানদের মধ্যে রিকি পন্টিংয়ের লাগে ৩১৪ ইনিংস, কুমার সাঙ্গাকারার ৩৩৬ ইনিংস, সনাৎ জয়াসুরিয়ার ৩৭৯ ইনিংস ও মাহেলা জয়াবর্ধনের ৩৯৯ ইনিংস।
কোহলি অভিষেক থেকে ১২ বছর ১০৫ দিনে করে ফেললেন তিনি ১২ হাজার। শচীনের লেগেছিল ১৩ বছর ৭৩ দিন। ওয়ানডেতে ৮ থেকে থেকে ১২ হাজার, প্রতিটি হাজার রানের মাইলফলকে দ্রুততম কোহলি।
Discussion about this post