ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অবশেষে শান্তি ফিরেছে জিম্বাবুয়ে ক্রিকেটে। বেতন-ভাতা নিয়ে সমস্যা কেটেছে। বিদ্রোহ করে সাময়িক স্বেচ্ছা বিরতিতে যাওয়া ব্রেন্ডন টেলর, ক্রেইগ আরভিন আর শন উইলিয়ামস ফিরেছেন। বাংলাদেশ সফরের টেস্ট ও ওয়ানডে দলে আছেন তারা তিনজন।
তবে বিদ্রোহ করা অন্য দুই ক্রিকেটার গ্রায়েম ক্রেমার ও সিকান্দার রাজা নেই। ক্রেমার হাঁটুর চোটে দলের বাইরে। কিন্তু বোর্ডের সঙ্গে দ্বন্দ্বের কারণে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার পর এবার সেরা পারফরমার রাজাকে দলে নেননি কর্তারা।
দুটি টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ১৬ অক্টোবর জিম্বাবুয়ে দল আসবে বাংলাদেশ সফরে। ২১ অক্টোবর শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২৪ ও ২৬ অক্টোবর পরের দুটি ওয়ানডে। ৩ নভেম্বর থেকে প্রথম টেস্ট শুরু সিলেটে। এই ম্যাচ দিয়েই অভিষেক হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ১১ নভেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরের শেরেবাংলায়।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের ওয়ানডে দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এল্টন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারাসাই মাসাকান্দা, তেন্ডাই চাতারা ও সেফাস জুয়াও।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের টেস্ট দল
হ্যামিল্টন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, রেজিস চাকাভা, ডোনাল্ড তিরিপানো, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনগারাভা, জন নিয়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল ও তেন্ডাই চাতারা।
Discussion about this post