ক্রিকেটারদের ব্যস্ততা চলছেই। অস্ট্রেলিয়া সিরিজ শেষ। সামনে এবার দক্ষিণ আফ্রিকা সফর। টানা ক্রিকেটের এই ব্যস্ততা থেকে মুক্তি পেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ছুটি দিয়েছে। সিরিজের আগে সবাইকে বিশ্রামেই আছেন ক্রিকেটাররা। তবে ব্যাতিক্রম দু’জন। নিজ উদ্যোগে প্রতিদিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে যাচ্ছেন সৌম্য সরকার। হারানো ছন্দ ফিরে পেতে লড়ছেন তিনি।
তার প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কখনোই। কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যাটে রান নেই। তবে নির্বাচকরা ঠিকই আস্থা রেখেছেন। অস্ট্রেলিয়া সিরিজে ২ টেস্টে করেছেন মাত্র ৬৫ রান। তাকে নিয়ে সমালোচনার শেষ নেই। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছেন এই ওপেনার। তাইতো ছুটি বাদ দিয়ে করে যাচ্ছেন অনুশীলন।
নিজের এই প্রস্তুতি আর ফেসবুকের সমালোচনা নিয়ে টাইগার ক্রিকেটার বলছিলেন, ‘চেষ্টা করি এই সময়ে ফেসবুক বা এসব মাধ্যমে কম ঢোকার। ভালো খেললে তাকে নিয়েই সবাই কথা বলে। খারাপ খেললেও কথা বলে। এ সময় ইতিবাচক চিন্তা করি। যেন মনোবল হারিয়ে না ফেলি, শক্তভাবে আবার ফিরে আসতে পারি। ভালো করলে সবাই বাহাবা দেবে। খারাপ করলে পেছনে কথা বলবে। কথা বলার অধিকার সবারই আছে। তাদের থামানোর একটাই উপায়, আমাকে রান করতে হবে।’
২০১৫ সালের বিশ্বকাপ দিয়ে জাতীয় দলে অভিষেকের পর ব্যাট হাতে দারুণ খেলেছেন সৌম্য। পাকিস্তান-ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে অসাধারণ খেলেন তিনি। তারপর কি যেন হল। বুধবার মিরপুরে তিনি বলেন, ‘চাপে থেকে ভালো করলে নিজের মধ্যে অন্য রকম তৃপ্তি কাজ করবে। ওদের কন্ডিশনে ভালো করার মজা আলাদা থাকবে। চেষ্টা করব ওখানে ভালো কিছু করার আর পেছনের ম্যাচগুলো ভুলে যাওয়ার।’
আগামী ১৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা। সফরে স্বাগতিকদের সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে তারা।
Discussion about this post