বাঘের ডেরায় ক্যাঙ্গারু-শিরোনামটা এমন হতেই পারে! বাংলাদেশ ক্রিকেট দলকে তো টাইগার বিশেষণেই ডেকে থাকেন ভক্তরা। আর অস্ট্রেলিয়ান ক্রিকেট দলকে অনেক দিন ধরেই ডাকা হয় কাঙ্গারু নামে। এই দুই প্রতিপক্ষ মিরপুরের হোম অব ক্রিকেটে রোববার মুখোমুখি, টেস্টের লড়াইয়ে। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। সরাসরি খেলা দেখাবে বিটিভি ও স্যাটালাইট চ্যানেল জিটিভি।
আসল লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে অবশ্য আত্মবিশ্বাসের কমতি নেই মুশফিকুর রহীমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের সেরাটা লড়তে তৈরি টাইগাররা। ১১ বছর পর তাদের বিপক্ষে খেলতে নামবে দল। অবশ্য মুশফিক সাদা পোশাকে প্রথমবারের মতো পাচ্ছেন অজিদের। এই লড়াইয়ে কেমন করতে পারে দল? ‘অস্ট্রেলিয়াকে ২-০তে হারানোর সামর্থ্য আছে আমাদের। গত দুই বছরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। নিজেদের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি। কয়েক মাস আগে শ্রীলঙ্কায় গিয়ে লঙ্কানদের বিপক্ষে নিজেদের শততম টেস্টে জয় পেয়েছি। এটাই প্রমাণ করে, জেতার মতো শক্তি আছে আমাদের।’
আসলে হোম কন্ডিশনে খেলার কারণেই এমন আত্মবিশ্বাস। গত কয়েক বছরে ওয়ানডে ক্রিকেটে উন্নতি করলেও টেস্টে সেভাবে এগিয়ে যেতে পারেনি দল। তারপরও মুশি শনিবার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমরা খেলব হোম কন্ডিশনে। যদিও টানা বৃষ্টিতে উইকেট তৈরির কাজটা বিঘ্নিত হয়েছে। উইকেটের চরিত্র নিয়ে তাই কিছুটা ধোয়াটে অবস্থা আছে। তবে আমরাপ আমাদের সামর্থ্যে সঠিক প্রয়োগ ঘটাতে পারলেই আমরা জিতবো। আমি মনে করি, আমাদের বোলিংটা বেশ ভালো। শুধু স্পিন ডিপার্টমেন্ট নয়, পেস বোলিংটাও ভালো। ব্যাটিংয়ে বেশ কয়েজন স্কিলড ব্যাটসম্যান আছে।’
সাকিব-তামিম রোববার খেলতে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট। এনিয়ে অধিনায়ক মুশফিক বলেন, ‘সাকিব-তামিম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দুই উজ্জ্বল তারকা। আমাদের বড় নির্ভরতাও। তারা ৫০তম টেস্ট খেলছে, গোটা দলের সেই ব্যাপারটা মাথায় আছে। আমরা চাই, এই ম্যাচে ভালো কিছু করে সাবিক-তামিমকে উপহার দিতে। পুরো দল ভালো খেলে সাফল্য পেলে সাকিব-তামিমের জন্য ভালো গিফট হবে। আমার বিশ্বাস, সাকিব-তামিমও এই ম্যাচটি স্মরণীয় করে রাখতে নিজেদের উজাড় করে দেবে।’
অস্ট্রেলিয়া কোন প্রস্তুতি ম্যাচ ছাড়াই খেলতে নামছে সিরিজের প্রথম টেস্ট। এ অবস্থায় বাংলাদেশের হুংকার সেভাবে পাত্তা দিচ্ছে না দলটি। হোয়াটওয়াশ করবে বাংলাদেশ। সাকিবদের এমন কথায় বিস্মিত তিনি। বলেন, ‘বাংলাদেশ ১০০ টেস্টে তো মাত্র ৯টিতে জিতেছে। কাজেই অস্ট্রেলিয়াকে ২-০তে হারানোর মন্তব্যটা অবশ্যই অবাক করার মতো। আমি সত্যিই বিস্মিত হয়েছি।’
Discussion about this post