বর্তমান চ্যাম্পিয়ন বলে কথা! তারওপর স্বাগতিক। কিন্তু কিছুতেই এবার ছন্দে নেই বাংলাদেশ দল। ৪ ম্যাচ খেলে দুটিতেই হার। শনিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নারী এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে ৫৯ রানে হারল বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠার পথটা কঠিন হয়ে গেল টাইগ্রেসদের।
শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানাদের বিপক্ষে হতাশা করা পারফরম্যান্স করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ভারত ২০ ওভারে করে ১৫৯ রান। জবাবে নেমে ২০ ওভারে বাংলাদেশ তুলে ঠিক ১০০ রান।
ম্যাচের সেরা শেফালি ভার্মা। ওপেনিংয়ে ৪৪ বলে ৫৫ রান করেন। ১৮ বছর বয়সী অফ স্পিনে নাজেহাল করেন বাংলাদেশের ব্যাটারদের। তার বোলিং ফিগারটা এমন ৪-০-১০-২।
টুর্নামেন্টে ভারতের এটি পঞ্চম ম্যাচে চতুর্থ জয়। বাংলাদেশের চার ম্যাচে জয়-হার দুটি করে। মানে বিপাকেই পড়ে গেল স্বাগতিকরা।বাংলাদেশের পরের ম্যাচ সোমবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যেখানে জয় ছাড়া অন্য কোন পথ খোলা নেই টাইগ্রেসদের।
সংক্ষিপ্ত স্কোর-
ভারত: ২০ ওভারে ১৫৯/৫ (শেফালি ৫৫, মান্ধানা ৪৭, জেমিমা ৩৫*, রিচা ৪, কিরন ০, দীপ্তি ১০, পুজা ১*; মেঘলা ৪-০-২০-০, ফারিহা ২-০-২৫-০, সালমা ৩-০-১৬-১, নাহিদা ২-০-২৬-০, রিতু মনি ২-০-২২-০, ফাহিমা ৪-০-২১-০, রুমানা ৩-০-২৭-৩)
বাংলাদেশ: ২০ ওভারে ১০০/৭ (ফারজানা ৩০, মুর্শিদা ২১, নিগার ৩৬, রুমানা ০, রিতু ৪, ফাহিমা ১, লতা ১, নাহিদা ০*, সালমা ৫*; দীপ্তি, ৪-০-১৩-২ রেনুকা ৩-০-২২-১, রাজেশ্বরী ৩-০-২১-১, পুজা ৩-০-১৭-০, স্নেহ রাহা ৩-০-১৭-১, শেফালি ৪-০-১০-২)।
ফল: ভারত ৫৯ রানে জয়ী।
ম্যাচসেরা: শেফালি ভার্মা।
Discussion about this post