ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ডাবলিন থেকে লেস্টারের ক্যাম্প চলছিল বাংলাদেশ ক্রিকেট দলের। বৃহস্পতিবার লেস্টার ছেড়ে দল যাবে কার্ডিফে। যেখানে ২৬ ও ২৮ মে পাকিস্তান ও ভারতের বিপক্ষে আইসিসির অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।
এর আগে বুধবার লেস্টারের গ্রেস রোড ক্লাব মাঠে শেষ অনুশীলন করে বাংলাদেশ দল। যদিও ছুটিতে থাকায় দলের সঙ্গে ছিলেন নি মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল। মাশরাফি বুধবার সকালে ঢাকা থেকে লন্ডনের পথে উড়াল দিয়েছেন। ঢাকা ছাড়ার আগে দেশবাসীর দোয়া চাইলেন ক্যাপ্টেন।
বৃহস্পতিবার লন্ডনের দ্য ফিল্ম শেডে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অধিনায়কদের সংবাদ সম্মেলনে যোগ দেবেন টাইগার অধিনায়ক। দুবাই ছেড়ে টাইগার ওপেনার তামিমও দলের সঙ্গে যোগ দেবেন। এদিন থেকেই আইসিসির আতিথেয়তা নেবে দল।
কার্ডিফে একদিন অনুশীলন শেষে ২৬ মে ভারত ও ২৮ মে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রস্তুতি ম্যাচ দুইটি খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ শেষে ৯ মে কার্ডিফ থেকে লন্ডনে যাবে বাংলাদেশ দল। ২ জুন ওভালে শুরু টাইগারদের মিশন। নিজেদের প্রথম ম্যাচে প্রথম প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
Discussion about this post