সামনের মাসেই টি-টুয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেরা দল গড়াটাই চ্যালেঞ্জ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কারণ একটাই-ইনজুরি! দলের দুই তারকা ক্রিকেটার লিটন কুমার দাস ও নুরুল হাসান সোহানকে নিয়ে ছড়িয়েছে অনিশ্চয়তার মেঘ! এ অবস্থায় দু’জনের চটজলদি সুস্থ হয়ে উঠার অপেক্ষায় বাংলাদেশ।
অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব শুরু ১৬ অক্টোবর। সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসানদের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। বিশ্বকাপ শুরু হতে মাস দেড়েক সময় বাকি থাকলেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা ঘোষণা করেছে তাদের দল।
বাংলাদেশকেও ভাবতে হচ্ছে বিশ্বকাপ দল নিয়ে। কিন্তু দলের মধ্যে একাধিক চোট থাকায় চিন্তা থাকছেই। এ অবস্থায় লিটন-সোহানের মতো ক্রিকেটারদের জন্য অপেক্ষা করবেন নির্বাচকরা।
জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক বলছিলেন, ‘আশা করা যাচ্ছে বিশ্বকাপের জন্য সবাই ঠিক থাকবে। চোট জনিত সমস্যা থাকলে শেষ পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। তখন আসলে কিছুই করার থাকে না। চোটে থাকা খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপের মতো বড় আসরে যাওয়াটা কঠিন। যে চারজন খেলোয়াড় চোটের কারণে দলের বাইরে ছিল, আশা করা যাচ্ছে ওরা এর মধ্যে সুস্থ হয়ে উঠবে।’
লিটন দাস-নুরুল হাসান সোহানকে নিয়ে রাজ্জাক বলেন, ‘দেখুন, আশা করা যাচ্ছে নিউজিল্যান্ড ও বিশ্বকাপের জন্য তারা চোট কাটিয়ে উঠবে। এখন পর্যন্ত যেভাবে উন্নতি করছে এমনটা আশা করা যায়। চোটের বিষয়ে আসলে আগে থেকে কেউই কিছু বলতে পারবে না।’
তবে এটা নিশ্চিত এশিয়া কাপে ব্যর্থতার পর হিসেব করেই দল দিতে হচ্ছে। এক্ষেত্রে লিটন-সোহানের জন্যও অপেক্ষা করবেন নির্বাচকরা।
Discussion about this post