তিনি যেন জাদুকর! ব্যাট হাতে উইকেটে থিতু হয়ে গেলেই রান ফোয়ারা। কখনো নিজেকে খোলসে বন্ধী করে রাখা কখনো আবার অসাধারণ সব শটে বিমোহিত করা-এই যেন লিটন কুমার দাস। স্টাইলিশ এক ব্যাটসম্যান। সাদা পোশাকের ক্রিকেটে এখন শুধু বাংলাদেশেরই নয়, বিশ্ব ক্রিকেটে সেরাদের অন্যতম। সেই লিটন এবার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে শতরান!
ভাগ্য সঙ্গে থাকল। থাকল নান্দনিকতার পসরাও। সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে তিনি যখন ব্যাট করতে নামেন তখন ২৪ রানে শেষ বাংলাদেশের ৫ উইকেট। তখনই মুশফিকুর রহিম আর লিটন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গড়লেন প্রতিরোধ। জন্ম দিলেন কাব্যময় এক জুটির গল্প!
চট্টগ্রাম টেস্টেও রান পেয়েছিলেন লিটন দাস। কিন্তু ১ সেখানে ২ রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। কিন্তু ঢাকার শেরেবাংলায় লিটনকে আটকায় কে? ধ্বংসস্তুপে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।
আসিথা ফার্নান্দোর করা ৬৩ ওভারের শেষ বলে পুল করেই লিটন তুলে নেন শতক। ১৪৯ বলে ১৩ চারে লিটন পান শতরানে। এর আগে হাফ সেঞ্চুরি করেন ৯৬ বলে। যদিও জীবন পান যখন তিনি ৪৭ রানে। সোমবার ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ১ম ইনিংসে ৫ উইকেটে ২৭৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন অপরাজিত ২২১ বলে ১৩৫ রানে। শতরান পেয়েছেন মুশফিকও (১১৫)।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে সেঞ্চুরি ছিল না লিটনের। সেই ক্রিকেটারটিই ৩ সেঞ্চুরি করে ফেললেন ৮ ইনিংসে। গত নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রামে প্রথম সেঞ্চুরি। এরপর জানুয়ারিতে ক্রাইস্টচার্চে দ্বিতীয়টি পেয়ে যান। এবার মিরপুরেও সেঞ্চুরি!
ব্র্যাভো লিটন কুমার দাস!
Discussion about this post